বাংলাদেশিদের জন্য বন্ধ হল একাধিক হোটেল রায়গঞ্জ, 25 নভেম্বর:দার্জিলিং এর পর এবারে রায়গঞ্জ। ক্রিকেট বিশ্বকাপে ফাইনাল ম্যাচে ভারতের পরাজয়ের পর সোশাল মিডিয়ায় বাংলাদেশি নাগরিকদের ভারতবিদ্বেষী মন্তব্য ও আচরণের প্রতিবাদে বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ হল একাধিক হোটেল। শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের একাধিক বড় হোটেলে এমনই চিত্র দেখা গিয়েছে।
হোটেল মালিক তথা ব্যবসায়ীদের বক্তব্য, "বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে ভারতের স্বপ্নভঙ্গ হয় ৷ তারপরই বিভিন্ন মাধ্যমে বাংলাদেশি সমর্থকরা যেভাবে ভারত বিরোধী মন্তব্য এবং আচরণ করে চলেছে তা অত্যন্ত কষ্টদায়ক। কারণ, প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভ্রাতৃত্বময়। পাশাপাশি, কিছুক্ষেত্রে বাংলাদেশ, ভারতের উপরই নির্ভরশীল। এমনকী বাংলাদেশের স্বাধীনতার পিছনেও সবচেয়ে বড় অবদান ভারতের রয়েছে। তা সত্ত্বেও সেই দেশের নাগরিকদের একাংশের এহেন আচরণে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ।
তারই প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে মালিকদের। তাঁদের আরও দাবি, যতদিন পর্যন্ত বাংলাদেশের ওই নাগরিকরা ক্ষমা না-চাইবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেলে কোনও ঘর দেওয়া হবে না। তাতে তাঁদের ব্যবসায় ক্ষতি হয় হোক। রায়গঞ্জ শহরের এক বিশিষ্ট হোটেল ব্যবসায়ী অরিন্দম সিংহ রায় জানিয়েছেন, সবার আগে দেশ। তাই বাংলাদেশি সমর্থকদের কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান তিনি।
তিনি বলেন, "আমার দু'টো হোটেলে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি নাগরিকদের কোনও ঘর দেওয়া হবে না। তাতে ব্যবসায় ক্ষতি হয় হোক।"
এই প্রতিবাদের সমর্থনে দাঁড়িয়েছে রায়গঞ্জের ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ। রায়গঞ্জ শহরের বিশিষ্ট ক্রীড়াপ্রেমী অরিজিৎ ঘোষ জানিয়েছেন, এই প্রতিবাদ হওয়া প্রয়োজন। কারণ খেলা শেষ হওয়ার পরে যেভাবে বাংলাদেশি সমর্থকরা কুরুচিপূর্ণভাবে ভারতকে আক্রমণ করেছে তা অত্যন্ত নিন্দনীয়। তা মেনে নেওয়া যায় না।"
আরও পড়ুন:
- 'শুধরে যাও', পাকিস্তানি সমালোচকদের সতর্ক করলেন শামি
- 'মুসকুরাইয়ে...', রোহিতদের মনোবল বাড়াতে ড্রেসিংরুমে 'মোদি কি বাত'
- বিশ্বকাপে পা তোলার জের, যোগীরাজ্যে মিচ মার্শের বিরুদ্ধে এফআইআর