পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেবশ্রী চৌধুরির বাড়ির সামনে হোম কোয়ারানটাইনের নোটিস, ঘটনার পিছনে কারা? - news of raigunj

কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরির বাড়ির সামনের দেওয়ালে সাঁটা হয়েছে হোম কোয়ারেন্টাইন নোটিশ । তবে কে বা কারা এই নোটিশ সাঁটিয়েছে তা জানা যায়নি ।

notice
নোটিশ

By

Published : Apr 7, 2020, 3:00 PM IST

রায়গঞ্জ, 7 এপ্রিল: রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরির আবাসনের বাইরের দেওয়ালে সাঁটা হয়েছে হোম কোয়ারানটাইনের নোটিস । কে বা কারা এই নোটিস সাঁটিয়েছে তা জানা যায়নি । ঘটনাটি নিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে জেলা স্বাস্থ্য বিভাগের কেউই মুখ খুলতে চাননি । গতরাতে মন্ত্রীর আবাসনের বাইরের দিকে দেওয়ালে তিনটি হোম কোয়ারানটাইনের পোস্টার দেখতে পাওয়া যায় । মন্ত্রীর নাম লেখা ওই পোস্টারে 31 মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত হোম কোয়ারানটাইনের থাকার উল্লেখ রয়েছে ।

কারা এই পোস্টারগুলো লাগিয়েছে তা নিয়ে স্থানীয় পঞ্চায়েত, স্বাস্থ্য বিভাগের কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি । এমনকী দেবশ্রী চৌধুরিও এনিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি । এই ঘটনায় কেন্দ্রীয়মন্ত্রীর সঙ্গে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের বিরোধ চরমে পৌঁছাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

বিগত কয়েকদিন ধরেই মন্ত্রীর বাড়ির সামনে কোয়ারানটাইন নোটিস লাগানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল । প্রথমে পঞ্চায়েতের দুই স্বাস্থ্যকর্মী ও পরে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও রায়গঞ্জ থানার IC নোটিস লাগাতে গিয়ে মন্ত্রীর বাধা পেয়ে ফিরে আসেন । তবে গতরাতে কেউ বা কারা পোস্টার লাগিয়ে দেন ।

এই সেই নোটিস

31 মার্চ দিল্লি থেকে কলকাতা, তারপর রায়গঞ্জে আসেন দেবশ্রী চৌধুরি ৷ এরপর 2 এপ্রিল রায়গঞ্জের রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করেন । সেই থেকেই শুরু হয় বিতর্ক । রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত ও রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলর সন্দীপ বিশ্বাস লিখিতভাবে অভিযোগ জানান জেলা পুলিশ ও প্রশাসনকে। তাঁরা প্রশ্ন তোলেন, লকডাউন ঘোষিত হওয়ার পরও কী করে কলকাতা থেকে রায়গঞ্জে এলেন মন্ত্রী ? কোয়ারানটাইনে না থেকে কেমন করেই বা রাস্তায় বেরিয়ে পড়লেন তিনি ? এরপরই জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মন্ত্রীর বাড়ির সামনে কোয়ারানটাইন নোটিস লাগানোর উদ্যোগ নেওয়া হয় ।

নোটিস দেখে আবাসনের অন্যান্য বাসিন্দারা অস্বস্তিতে পড়বেন এই অজুহাত দেখিয়ে প্রথমে তা লাগাতে দেননি মন্ত্রী । পরে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও রায়গঞ্জ থানার IC যান । সরকারি কোন নির্দেশ বলে তাঁরা ওই পোস্টার সাঁটাতে এসেছেন, সেই নির্দেশিকাপত্র তাঁদের কাছে দেখতে চান মন্ত্রী । কার প্ররোচনায় এইসব হচ্ছে তা কর্তব্যরত পুলিশ অফিসার ও BMOH-এর কাছে জানতে চান । এমনকী যে সমস্ত সাংসদ দিল্লি থেকে ফিরেছেন তাঁদের সকলের বাড়িতে এই ধরনের নোটিস লাগানো হয়েছে কি না তাও জানতে চান । দুইপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ যুক্তি ও পালটা যুক্তি চলে । এরপর আজ সকালে দেখা যায় কেউ বা কারা দেবশ্রীদেবীর বাড়ির সামনে পোস্টার লাগিয়ে দিয়েছে । ঘটনা নিয়ে মন্তব্য করেননি দেবশ্রীদেবী ।

ABOUT THE AUTHOR

...view details