রায়গঞ্জ, 3 জানুয়ারি : শীতে পথকুকুরদের যাতে কষ্ট না হয়, তাই তাদের জন্য ঘর তৈরি করলেন রায়গঞ্জ কলেজ পড়ুয়া স্বপ্না পোদ্দার ৷ রায়গঞ্জ পৌরসভার 6নং ওয়ার্ডের বাসিন্দা স্বপ্না ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে সারমেয়দের জন্য ঘর বানিয়েছেন (Home for Stray Dogs in North Dinajpur) ৷ তাঁর কথায় প্লাস্টিকের বোতল যেখানে সেখানে পড়ে থাকলে, সেগুলি থেকে দূষণ ছড়ায় ৷ এমনকি নিকাশির সমস্যা দেখা দেয় ৷ তাই সেই প্লাস্টিকের বোতল ব্যবহার করে সারমেয়দের জন্য বানানো ঘরকে সাজিয়েছেন তিনি ৷
তারের জাল ও কাঠের ফ্রেম ব্যবহার করে সারমেয়দের জন্য ঘর বানিয়েছেন পশুপ্রেমী স্বপ্না ৷ কাঠের তক্তা ব্যবহার করে চাল ও মেঝে তৈরি করেছেন ৷ আর সারমেয়দের ঘরের চালে পুরনো শেড ব্যবহার করেছেন, জলের হাত থেকে কাঠের চালকে বাঁচাতে ৷ পাশাপাশি, তারের জালের যে দেওয়াল করেছেন, সেখানে বিভিন্ন রঙের প্লাস্টিকের বোতল দিয়ে সাজানো হয়েছে ৷ যাতে সেই তারের জালের ফাঁক দিয়ে ঢোকা ঠান্ডা হাওয়া সারমেয়দের কষ্ট না হয় (Home for Stray Dogs) ৷