রায়গঞ্জ, 23 জানুয়ারি: অবশেষে হেমতাবাদ বাহারাইল বিস্ফোরণ কাণ্ডে (Hemtabad parcel blast case) অভিযুক্ত পলাতক টোটোচালক পুলিশের হাতে ধরা দিল (Hemtabad parcel blast accused detained)। তার নাম রঞ্জন রায় । রায়গঞ্জ থানার পকম্বা গ্রাম থেকে পুলিশ পার্সেল বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তকে আটক করে । বাজেয়াপ্ত করা হয় তার টোটোটি (police seizes toto)। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মূল অভিযুক্তদের ধরার চেষ্টা চালাচ্ছে ।
হেমতাবাদের (North Dinajpur news) বাহারাইলে বাবলু চৌধুরী নামে এক ওষুধের দোকানদারকে গত শুক্রবার বিকেলে একটি পার্সেল দেয় টোটোচালক রঞ্জন রায় । টোটোচালক পার্সেল দিয়ে চলে যাওয়ার পরই সেই পার্সেল খুলতেই ঘটে বিস্ফোরণ । বিস্ফোরণে গুরুতর আহত হন বাবলু চৌধুরী-সহ তিনজন ।
আরও পড়ুন:Parcel Blast in Hemtabad : পার্সেল বিস্ফোরণ কাণ্ডের পর হেমতাবাদে অনলাইন কেনাকাটায় ভাটা