রায়গঞ্জ, 28 নভেম্বর : 40 দিন নিখোঁজ থাকার পর তিস্তা ক্যানেল থেকে উদ্ধার কিশোরের পচাগলা দেহ। অন্তত এমনটাই তদন্তকারীদের একাংশ প্রাথমিক অনুমান৷ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার লোহাগাছি গ্রামের ঘটনা ৷
ক্যানেলের জলে ভাসছে মুণ্ডুহীন একটি দেহ ৷ পরনে কালো গেঞ্জি ও কালো প্যান্ট ৷ শরীরের গঠন দেখে পরিচয় নিশ্চিত করার কোনও উপায় নেই ৷ দুই হাতের মাংস নেই বললেই চলে ৷ যেটুকু অবশিষ্ট আছে তাও রক্তশূন্য৷ ফেকাসে৷ ক্যানেলের আশেপাশে সেই দেহ থেকে ছড়িয়েছে দুর্গন্ধ৷ আজ সকালে তিস্তা ক্যানেলে ওই দেহ প্রথম দেখতে পান স্থানীয়রা৷ খবর দেওয়া হয় গোয়ালপোখর থানায়৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে৷ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইসলামপুর হাসপাতালে৷ পাশাপাশি দেহটি সনাক্তকরণের জন্য ডাকা হয় ওই এলাকা থেকে নিখোঁজ কিশোরের পরিবারের সদস্যদের৷ দেহটি যে নিখোঁজ কিশোর মহাদেব মুখিয়া(16)-র তা সুনিশ্চিত করেন পরিবারের সদস্যরা৷