পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহিলা অবর বিদ্যালয় পরিদর্শককে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক - police

গ্রেপ্তার করা হল সুভাষগঞ্জ দক্ষিণপাড়া ফ্রি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শান্তনু অধিকারিককে । মহিলা অবর বিদ্যালয় পরিদর্শককে হেনস্থা ও সরকারি সম্পত্তি নষ্ট করার চেষ্টা করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ । আজ তাঁকে রায়গঞ্জ আদালতে পাঠানো হবে ।

শান্তনু অধিকারি

By

Published : Jul 12, 2019, 7:01 AM IST

রায়গঞ্জ, 12 জুলাই : অবশেষে গ্রেপ্তার করা হল সুভাষগঞ্জ দক্ষিণপাড়া ফ্রি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শান্তনু অধিকারিক । অভিযোগ, তিনি রায়গঞ্জ সদর সার্কেলের মহিলা অবর বিদ্যালয় পরিদর্শককে হেনস্থা করেছেন । সরকারি সম্পত্তি নষ্টের চেষ্টা করেছেন । আজ তাঁকে রায়গঞ্জ আদালতে পাঠানো হবে ।

শান্তনুবাবুর বিরুদ্ধে অভিযোগ, স্কুলের মাসিক রুটিন হিসেবপত্র সময়মত জমা করতেন না শান্তনুবাবু । বারবার সে বিষয়ে সতর্ক করা হলেও তিনি বিষয়টিতে গুরুত্ব দেননি । গত মঙ্গলবার বিষয়টি নিয়ে ফের একবার প্রশ্ন করা হয় শান্তনুবাবুকে । কিন্তু তিনি উত্তর না দিয়ে উলটে বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে গিয়ে এক মহিলা অবর বিদ্যালয় পরিদর্শককে হেনস্থা করেন । তাঁকে মারধরের চেষ্টা করেন । সেই সঙ্গে সরকারি সম্পত্তি ভাঙচুর করার চেষ্টা করেন । কেন তিনি এরকম করেছেন জানতে চেয়ে তাঁকে একটি চিঠিও পাঠানো হয় দপ্তরের তরফে । গত 10 তারিখ তিনি ওই চিঠি রিসিভ করেন । চিঠিতে উল্লেখ করা ছিল, দিন দুয়েকের মধ্যে তাঁর কাছ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে । এরপর রায়গঞ্জ থানায় ঘটনার পুরো বিবরণ দিয়ে লিখিত অভিযোগ করা হয় দপ্তরের তরফে । অভিযোগ পেয়েই ব্যবস্থা নেয় পুলিশ । গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি, সরকারি সম্পত্তি ভাঙচুরসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ । যদিও, শান্তনুবাবু প্রথমদিন থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলেই দাবি করে এসেছেন । তাঁর দাবি শুধুমাত্র রাজনৈতিক কারণেই তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে । তাঁর কোন দোষ নেই ।

ওই মহিলা অবর বিদ্যালয় পরিদর্শের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় । তাঁর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, " আমাদের দপ্তরের তরফে রায়গঞ্জ থানায় সেদিনের ঘটনা জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল । আমি জানতে পেরেছি আজ শান্তনুবাবুকে গ্রেপ্তার করা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details