রায়গঞ্জ, 20 ফেব্রুয়ারি : রায়গঞ্জ শহরের রাস্তা হকার মুক্ত করতে উচ্ছেদ অভিযানে রায়গঞ্জ পৌরসভা ৷ শুক্রবার রাতে রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার এলাকায় নেতাজি রোডের ধারে জবরদখলকারী ফলপট্টির ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয় ৷ উচ্ছেদ অভিযানে রায়গঞ্জ পৌরসভার বিদায়ী চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন বিদায়ী ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার ও পৌরসভার পূর্ত বিভাগের আধিকারিকরা ৷ এছাড়াও কোনওরকম অশান্তি নিয়ন্ত্রণের জন্য রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল সেখানে। তবে, হকারদের শুধু উচ্ছেদ করে ছেড়ে দিচ্ছে না পৌরসভা ৷ নব্বই শতাংশ হকারকে পুনর্বাসনও দেওয়া হচ্ছে ৷
রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় নেতাজি সুভাষ রোডে যানজট এড়াতে এবং বাস চলাচল ও যাত্রী ওঠানামার জন্য কয়েক লাখ টাকা খরচ করে বাস বে তৈরি করেছিল রায়গঞ্জ পৌরসভা। বাস বে তৈরি হলেও, তা দখল করে ফল ব্যবসায়ীরা । শুধু তাই নয় মূল রাস্তাকে বাদ রেখে যাত্রী ওঠানামা করার জন্য যে বাস বে তৈরি করা হয়েছিল, ফলপট্টির ব্যাবসায়ীদের দখলদারিতে সেখান থেকে বাস যাতায়াতা করতে পারছিল না ৷ ফলে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হত ৷ মোহনবাটি এলাকা দিয়ে চলাচল করা নাভিশ্বাস হয়ে উঠেছিল সাধারণ মানুষের । এই নিয়ে পৌরসভার কাছে অভিযোগও জানিয়েছিল রায়গঞ্জের বাসিন্দারা। এরপরই নড়েচড়ে বসে পৌর প্রশাসন।