পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minors' Body Recover: দশমের 2 পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন - Hanging Bodies

করণদিঘিতে দুই নাবালক ছাত্রছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ দু’জনের মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ৷

Minors Body Recover in Raiganj ETV BHARAT
Minors Body Recover in Raiganj

By

Published : Apr 5, 2023, 5:05 PM IST

রায়গঞ্জ, 5 এপ্রিল: উত্তর দিনাজপুরে দুই নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি এলাকায় ৷ জানা গিয়েছে, মৃত দু’জনেই দশম শ্রেণির ছাত্রছাত্রী ছিল ৷ পুলিশ সূত্রে খবর, দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ৷ এমনকি তারা নাকি গতকাল রাতে স্থানীয় মন্দিকে বিয়েও করে ৷ পরিবারের তরফে আত্মহত্যার দাবি করা হয়েছে ৷ তবে, পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

দশম শ্রেণির পড়ুয়া ওই দুই ছাত্রছাত্রী গত 2 বছর ধরে প্রেম করছিল বলে তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ ৷ তবে, দুই পরিবারের কেউ তাদের সম্পর্কের কথা জানত না বলেই পুলিশকে জানিয়েছেন আত্মীয়রা ৷ দু’জনের পরিবারই কৃষি কাজের সঙ্গে যুক্ত ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, করণদিঘি ব্লকের পাশাপাশি দু’টি গ্রাম ফাদিলপুর ও খেতরাবাড়ি ৷ সেই দুই গ্রামের বাসিন্দা ছিল ওই দুই নাবালক-নাবালিকা ৷ গতকাল রাতে তারা বাড়ির কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে যায় বলে পরিবারের দাবি ৷ আর এদিন সকালে দুই গ্রাম থেকে কিছুটা দূরে একটি গাছে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয়রা ৷

সেখানে লোকজন জড়ো হয়ে যায় ৷ খবর দেওয়া হয় করণদিঘি থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দু’টিকে উদ্ধার করে ৷ এর পরেই দু’জনের পরিচয় জানা যায় ৷ পুলিশ পরিবারের লোকজনকে খবর দিলে, তাঁরা দেহ শনাক্ত করে ৷ পরিবারের তরফে আত্মহত্যা বলা হলেও, পুলিশের তরফে সেই তত্ত্বে সিলমোহর দেওয়া হয়নি ৷ বরং একাধিক প্রশ্ন উঠছে এই দু’জনের মৃত্যুকে কেন্দ্র করে ৷

প্রথমত, দু’জনের প্রেমের সম্পর্ক যদি পরিবারের কেউ নাই জানত, তাহলে হঠাৎ করে তারা আত্মহত্যা কেন করতে গেল ? তাও আবার বিয়ে করে ৷ তাও নাকি দু’জনে বাড়ির কাছে কোনও মন্দিরে গিয়ে বিয়ে করেছিলেন ৷ পরিবারের সদস্যরা দাবি করেছেন, এই মৃত্যু নিয়ে তাঁদের কোনও অভিযোগ নেই ৷ যা আরও বেশি করে খটকা বাড়িয়েছে তদন্তকারীদের মনে ৷ কারণ দুই অপ্রাপ্তবয়স্ক, আগামী বছর যারা মাধ্যমিক দেবে ৷ এমন দু’জনের হঠাৎ করে দেহ উদ্ধার হল ৷ আর দুই পরিবারের তরফে কোনও অভিযোগ না করার কথা জানানো হয়েছে ৷

আরও পড়ুন:পুরাতন মালদায় 10 বছরের বালিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

মৃত ছাত্রের দাদার দাবি, ‘‘ওরা দু’জন প্রেম করত ৷ কিন্তু, আমরা তা জানতাম না ৷ আজ সকালে খবর পাই দু’টো ছেলেমেয়ের ঝুলন্ত দেহ পাওয়া গেছে ৷ সেখানে গিয়ে প্রথমে চিনতে পারিনি ৷ পরে পুলিশ এসে দেহ নামালে, দেখি আমার ভাই এবং পাশের গ্রামের ওরই স্কুলের একটা মেয়ে ৷ ওরা আত্মহত্যা করেছে ৷ বিয়ে করেছে শুনলাম ৷ এর বেশি কিছু জানি না ৷’’

পরিবারের সদস্যদের এমন আচরণ সন্দেহ বাড়িয়েছে পুলিশের ৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ পাশাপাশি, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এই মৃত্যু নিয়ে নির্দিষ্ট করে কিছুই বলতে চাননি তদন্তকারীরা ৷ দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details