রায়গঞ্জ, 23 জুলাই : মিড-ডে মিলের খাবারে পোকা । ঠিক মত মেলে না খাবার । বাজার করানো হয় ছাত্রছাত্রীদের দিয়েই । শিক্ষক-শিক্ষিকারা সময়মত স্কুলে আসেন না ৷ এলেও ক্লাস না করিয়ে বাইরে গিয়ে আড্ডা মারেন । এমন একগুচ্ছ অভিযোগে গতকাল বিক্ষোভ দেখালেন রায়গঞ্জের 13 নম্বর ব্লকের কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের বারোগন্ডা প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা । শিক্ষক-শিক্ষিকাদের বাইরে বের করে স্কুলের গেটে তালা লাগিয়ে দেন তাঁরা । জানিয়ে দেন, স্কুল কর্তৃপক্ষ সব কিছু নিয়মমাফিক করার লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তাঁরা স্কুল বন্ধ রাখবেন ।
গতকাল স্কুল খোলার সঙ্গে সঙ্গে অভিভাবকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁরা স্কুল থেকে শিক্ষক-শিক্ষিকাদের বার করে গেটে তালা লাগিয়ে দেন ।
বিশ্বজিৎ মজুমদার নামে এক অভিভাবকের অভিযোগ, শিক্ষকরা সময়মত স্কুলে আসেন না । এলেও ছাত্রছাত্রীদের না পড়িয়ে বাইরে গিয়ে আড্ডা দেন । প্রতিদিন ছাত্রছাত্রীরা অভিযোগ করে মিড-ডে মিলের খাবারে পোকা পাওয়া যায় ৷ নিয়মমাফিক মিড-ডে মিলে যা যা দেওয়া উচিত দেওয়া হয় না । স্কুল চত্বর পরিষ্কার করা হয় না । তিনি বলেন, "শিক্ষক-শিক্ষিকারা যদি বলেন তাঁরা কাল থেকে সব ঠিক করবেন তাহলে কাল থেকেই স্বাভাবিকভাবে স্কুল হবে । " আর এক অভিভাবক বাপি বর্মণের অভিযোগ, ছাত্রছাত্রীদের নিয়ে মিড-ডে মিলের বাজার করতে যান শিক্ষকরা । সময়মত খাবার দেওয়া হয় না তাদের ।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের টিচার ইন-চার্জ প্রভা রায়বর্মণ । বলেন, স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকারা নিয়মিত আসেন এবং পড়াশোনাও ঠিক মত হয় । ছাত্রছাত্রীদের দিয়েই যে মিড-ডে মিলের বাজার করানো হয় সেটা অবশ্য তিনি স্বীকার করে নিয়েছেন । জানান, আগের প্রধানশিক্ষক ছাত্রদের বাজারে নিয়ে যেতেন ৷ সেই ধারাই বজায় রাখা হয়েছে । তবে অভিভাবকদের আপত্তি থাকলে অবশ্য তিনি বিষয়টি ভেবে দেখবেন ৷ বলেন,"না ঢুকতে দিলে তো আমরা তালা ভেঙে ঢুকতে পারব না ৷ বিষয়টা SI-কে জানাব ৷ "