রায়গঞ্জ, 24 নভেম্বর:রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত ছোট ভিটিহার এফপি স্কুল ৷ এই স্কুলের গা ঘেঁষেই বয়ে চলেছে নাগর নদী । রোজ এখানে সমাগম ঘটে বহু কচিকাঁচার ৷ কিন্তু স্কুল চত্বরে নেই কোনও সীমানা প্রাচীর (No Boundary Wall in School) ৷ আর এর ফলে বেজায় বিপাকে পড়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়া এবং গ্রামবাসীরা ।
স্কুলের গা ঘেঁষেই বয়ে চলেছে নাগর নদী তাদের অভিযোগ, এর ফলে স্কুলের কচিকাঁচারা যে কোনো সময় নদীর জলে পড়ে যেতে পারে । ঘটে যেতে পারে মর্মান্তিক কোনও দুর্ঘটনা । তার জন্য অবিলম্বে স্কুল চত্বরে সীমানা প্রাচীর করা দরকার ৷ স্কুলের প্রধান শিক্ষক শুভদীপ সিংহ বলেন, "স্কুল চলাকালীন সবসময় আমাদের পড়ুয়াদের প্রতি খেয়াল রাখতে হয় ৷ তারা যেন নদীর আশেপাশে না চলে যায় । পড়াশোনা ও মিড ডে মিল দেওয়া ছাড়াও এই অতিরিক্ত দায়িত্ব পালন অত্যন্ত দুশ্চিন্তার বিষয় ।"
দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকেরা স্থানীয় বাসিন্দারা বলেন, "বাড়ির ছোট ছোট শিশুদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তার শেষ থাকছে না । স্কুলের শিক্ষকদের নজরদারি দিতে বলেছি । তাদের পক্ষে সব দিক সামলানো অত্যন্ত কষ্টের ।" অন্যদিকে এই সমস্যায় দিশেহারা স্কুলের পড়ুয়ারা বলে, "স্কুল চত্বরে সীমান প্রাচীর থাকলে অনেক নিশ্চিন্তে খেলাধুলা করা যেত ।" যদিও রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডল বলেন, "সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । অর্থের অভাব রয়েছে । ব্যবস্থা হলেই সমস্যা মেটানো হবে ।"
নাগর নদীর পাশে জীবন বাজি রেখে চলছে পঠনপাঠন আরও পড়ুন:ইটিভি ভারতের খবরের জের, স্কুলের বেহাল দশা পরিদর্শনে রায়গঞ্জের বিধায়ক
বর্ষাকালে নাগর নদীর জল বেড়ে উঠে যায় স্কুল চত্বরে ৷ পাশেই রয়েছে পুকুর ৷ এর আগেও দুজন পড়ুয়া পড়ে গিয়েছিল নদীতে ৷ এর জেরে এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকেরা (Guardians Demand for boundary wall in school area) ৷ এই ব্যাপারে স্থানীয় প্রশাসন এবং কর্তৃপক্ষকে দীর্ঘদিন জানানো হলেও সকলেই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখনও সীমানা প্রাচীরের কাজ হয়নি বলে অভিযোগ । এবার দেখার পরবর্তীকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় ছোট ছোট পড়ুয়াদের সুরক্ষার স্বার্থে ৷