রায়গঞ্জ, 24 জুন : বিজেপিতে থেকে এলাকার কোনও উন্নয়ন করতে পারছিলেন না । এমনকি বিজেপি সাংসদ বা বিধায়কের কোনও সাহায্যও পাচ্ছিলেন না । গ্রামের মানুষকে সার্বিক পরিষেবা দিতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রায়গঞ্জ ব্লকের 14 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ 3 জন পঞ্চায়েত সদস্য ।
রায়গঞ্জে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েতের প্রধানের - Gram Panchayet pradhan join tmc
বিজেপিতে থেকে কাজ করতে না পারায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রায়গঞ্জ ব্লকের 14 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ 3 জন পঞ্চায়েত সদস্য ।
2018 সালের পঞ্চায়েত নির্বাচনে 13 টি আসনের মধ্যে 9 টি পায় বিজেপি । পঞ্চায়েত বোর্ড গঠন করে বিজেপি । প্রধান নির্বাচিত হন বিজেপির যমুনা বর্মণ । তিনি জানান, গত আড়াই বছর ধরে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত কোনও উন্নয়নমূলক কাজ করতে পারেনি । নিজেদের মধ্যে দলাদলি ও গোষ্ঠী কোন্দলে জেরবার হয়ে ব্যাহত হচ্ছিল গ্রাম পঞ্চায়েতের কাজ । রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতে তিনি এবং দশরথ রায় ও বনিফাস কেরকেট্টা নামে তিন বিজেপি সদস্য আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।
তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ ব্লক সভাপতি মানস ঘোষ বলেন, "বিজেপিতে থেকে তাঁরা কোনও কাজ করতে না পেরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করে রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হচ্ছেন । আমরা তাদের স্বাগত জানাই ৷" আবার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, "তৃণমূল কংগ্রেসের লাগাতার সন্ত্রাস আর হুমকির জেরে বিজেপির প্রধান ও সদস্যরা কাজ করতে পারছিলেন না । তাদের ভয় দেখিয়েই একপ্রকার জোর করে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে পঞ্চায়েত দখল করছে তৃণমূল ৷"