পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েতের প্রধানের - Gram Panchayet pradhan join tmc

বিজেপিতে থেকে কাজ করতে না পারায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রায়গঞ্জ ব্লকের 14 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ 3 জন পঞ্চায়েত সদস্য ।

রায়গঞ্জে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান
রায়গঞ্জে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান

By

Published : Jun 24, 2021, 9:34 PM IST

রায়গঞ্জ, 24 জুন : বিজেপিতে থেকে এলাকার কোনও উন্নয়ন করতে পারছিলেন না । এমনকি বিজেপি সাংসদ বা বিধায়কের কোনও সাহায্যও পাচ্ছিলেন না । গ্রামের মানুষকে সার্বিক পরিষেবা দিতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রায়গঞ্জ ব্লকের 14 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ 3 জন পঞ্চায়েত সদস্য ।

2018 সালের পঞ্চায়েত নির্বাচনে 13 টি আসনের মধ্যে 9 টি পায় বিজেপি । পঞ্চায়েত বোর্ড গঠন করে বিজেপি । প্রধান নির্বাচিত হন বিজেপির যমুনা বর্মণ । তিনি জানান, গত আড়াই বছর ধরে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত কোনও উন্নয়নমূলক কাজ করতে পারেনি । নিজেদের মধ্যে দলাদলি ও গোষ্ঠী কোন্দলে জেরবার হয়ে ব্যাহত হচ্ছিল গ্রাম পঞ্চায়েতের কাজ । রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতে তিনি এবং দশরথ রায় ও বনিফাস কেরকেট্টা নামে তিন বিজেপি সদস্য আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।

রায়গঞ্জে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান

তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ ব্লক সভাপতি মানস ঘোষ বলেন, "বিজেপিতে থেকে তাঁরা কোনও কাজ করতে না পেরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করে রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হচ্ছেন । আমরা তাদের স্বাগত জানাই ৷" আবার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, "তৃণমূল কংগ্রেসের লাগাতার সন্ত্রাস আর হুমকির জেরে বিজেপির প্রধান ও সদস্যরা কাজ করতে পারছিলেন না । তাদের ভয় দেখিয়েই একপ্রকার জোর করে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে পঞ্চায়েত দখল করছে তৃণমূল ৷"

ABOUT THE AUTHOR

...view details