পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের শ্যুটআউট রায়গঞ্জে ! গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা, রাস্তাতেই পড়ে রইল ব্যক্তির নিথর দেহ - গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা

Shootout in Raiganj: রায়গঞ্জে শ্যুটআউট ৷ গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল এক সরকারি কর্মচারীর ৷ স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, বুধবার রাতে ভাড়া বাড়ির পাশে একটি মুদির দোকানে জিনিসপত্র কেনার সময় একটি বাইকে তিন জন দুষ্কৃতী এসে তাকে তিন রাউন্ড গুলি করে চম্পট দেয়।

রাস্তাতেই পড়ে রইল ব্যক্তির নিথর দেহ
Shootout in Raiganj

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 11:03 PM IST

গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা

রায়গঞ্জ, 13 ডিসেম্বর: ফের শ্যুটআউট রায়গঞ্জে! শীতের রাতে এক ব্যক্তিকে গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের তুলসীতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দীনেশ সাহা (50)। দীনেশবাবু বীজ নিগম দফতরের কর্মরত। স্ত্রী ও মেয়েকে নিয়ে রায়গঞ্জ শহরের তুলসীতলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, বুধবার রাতে ভাড়া বাড়ির পাশে একটি মুদির দোকানে জিনিসপত্র কেনার সময় একটি বাইকে তিন জন দুষ্কৃতী এসে তাকে তিন রাউন্ড গুলি করে চম্পট দেয়।

ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে যায় সরকারি কর্মী দীনেশবাবু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কী কারণে এ ঘটনা ঘটল বা কারা এই ঘটনা ঘটাল তা নিয়ে ধন্দে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুলিশও। তবে গোটা ঘটনায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে পুলিশ 3টি গুলির খোল উদ্ধার করেছে। তবে কী কারণে ওই সরকারি কর্মচারীকে পরপর গুলি করে ঝাঁঝরা করা হল তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত কোনও রেষারেষির কারণেই এই ঘটনা হতে পারে ৷ ঘটনাস্থলে রয়েছে পুলিশ। উল্লেখ্য, গতমাসে 20 নভেম্বর কোলাঘাটে এই একই ঘটনা ঘটে ৷ পাঁশকুড়ায় বাড়ি ফিরছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী ৷ সেই সময় তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা ৷ পরে সোনা ও টাকা নিয়ে চম্পট দেয় তারা ৷

আরও পড়ুন:

  1. স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন, সোনা ও নগদ নিয়ে পালাল দুষ্কৃতীরা
  2. জেল ফেরত আসামীর গাড়ি লক্ষ্য করে গুলি, আহত 4
  3. শত্রুপক্ষের হামলায় তিহাড় জেলে মৃত্যু গ্যাংস্টার তিল্লুর

ABOUT THE AUTHOR

...view details