রায়গঞ্জ, 7 জুন : লকডাউন থেকে এখন আনলকডাউন-১ । স্বর্ণ ব্যবসায়ীরা দোকান খোলার নির্দেশ পেয়েছেন রাজ্য সরকারের তরফে । ফলে দোকান খুলতে শুরু করেছেন । তবে, দোকান খুললে কী হবে, দেখা নেই ক্রেতার । কবে স্বাভাবিক হয়ে আগের মতো গ্রাহকদের আনাগোনা হবে তা বলতে পারছেন না স্বর্ণ ব্যবসায়ীরাও । এই পরিস্থিতিতে চরম সমস্যায় পরেছে স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত কর্মী ও স্বর্ণশিল্পীরা ।
লকডাউনের আগে সোনার দোকানে কাজের চাপ ভালোই ছিল । লকডাউনের কারণে সম্পূর্ণটাই পালটে গেছে । দীর্ঘ আড়াই মাস দোকান বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন সোনার দোকানের মালিকেরা । স্বর্ণশিল্পীরা কর্মহীন হয়ে বিপদে পড়েছেন ৷ রায়গঞ্জ শহরের ছোটো-বড় মিলে প্রায় 180 টি সোনার দোকান রয়েছে । কর্মী ও স্বর্ণশিল্পীরা মিলে আছেন প্রায় 800 জন । মার্চ মাসে লকডাউন শুরু হওয়ার পর থেকেই এই ব্যবসার সাথে যুক্ত কর্মীরা বাড়িতে বসেছিলেন । বর্তমানে পঞ্চম দফার লকডাউন চলছে দেশজুড়ে । কিছু কিছু জায়গায় ছাড়ও দেওয়া হয়েছে । দোকান খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । কিন্তু সরকারি নিয়মকানুন মেনে খুলতে হবে দোকান । সেই নির্দেশ মেনেই সোনার দোকানগুলি খুলেছে দোকান মালিকরা । দোকান খোলায় খুশি হয়েছিলেন মালিক থেকে শুরু করে কর্মীরা । মালিকেরা ভেবে ছিলেন দোকান খুললে এবার ব্যবসা হবে । কিন্তু ছবিটা দেখা গেল উলটো । দোকান খুললেও দেখা নেই গ্রাহকের ।