পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাত্রীদের অশ্লীল মেসেজ, অভিযুক্তকে বহিষ্কারের দাবিতে স্কুলেই বিক্ষোভ

ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলের ভূগোলের শিক্ষক বিভিন্ন সময়ে তাদের সোশাল মিডিয়ায় অশ্লীল মেসেজ করতেন ৷ পাশাপাশি নোংরা কমেন্টও লিখতেন ৷ পরে সমস্ত কমেন্ট বা মেসেজ মুছে দেওয়ার কথা বলতেন ৷ প্রধান শিক্ষককে জানিয়েও সুরাহা না হওয়ায় আজ স্কুলে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ৷

অভিযুক্ত শিক্ষক বাপি প্রামাণিক

By

Published : Sep 16, 2019, 8:11 PM IST

রায়গঞ্জ, 16 সেপ্টেম্বর : স্কুল ছাত্রীদের অশ্লীল মেসেজের পাঠানোর অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত শিক্ষকের সাসপেনশনের দাবিতে আজ স্কুল শুরু হতেই বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা ৷ রায়গঞ্জের দেবীনগর কৈলাশচন্দ্র রাধারানি বিদ্যাপীঠের ঘটনা ৷

ছাত্রীদের অভিযোগ, স্কুলের ভূগোল শিক্ষক বাপি প্রামাণিক বিভিন্ন সময়ে তাদের সোশাল মিডিয়ায় অশ্লীল মেসেজ করতেন ৷ ক্লাস টুয়েলেভের এক ছাত্রী বলে, "আমাকে বারবার হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলের পাশাপাশি অশ্লীল মেসেজও পাঠান বাপিস্যার ৷ বারণ করার পরও একই কাজ করতেন ৷ শুধু আমি নয়, অন্যদের সঙ্গেও একই কাজ করতেন । ছবিতে নোংরা কমেন্টও করতেন । প্রধান শিক্ষককে বিষয়টি নিয়ে জানিয়েছিলাম । লাভের লাভ হয়নি । তাই আজ সকালে আমরা সবাই মিলে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করি ।" তাদের দাবি, ওই শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়া হোক ।

স্কুলের প্রাক্তনীদেরও একই অভিযোগ । এক প্রাক্তনী বলছেন, "বাপি স্যার ল্যাবে আমাকে যৌন হেনস্থার চেষ্টা করেছিলেন । ফোনে বা সোশাল মিডিয়ায় তো আকছার অশ্লীল মেসেজ করতেন । বাধ্য হয়ে ওঁর বাড়ি গিয়ে জানিয়ে আসি । তারপরও লাভ হয়নি ।"

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত বলেন, "এর আগে আমাদের কাছে এমন কোনও অভিযোগ আসেনি ৷ আজ একটি অভিযোগ জমা পড়েছে ৷ আমরা বিষয়টির তদন্ত করব ৷ দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷" যদিও আজ অভিযুক্ত শিক্ষক বাপি প্রামাণিক স্কুলে অনুপস্থিত ছিলেন ৷ তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার বাবা অসুস্থ৷ তাঁর চিকিৎসার কারণে বাইরে রয়েছি ৷"

এদিকে, আজ স্কুলছুটির পরও ছাত্রছাত্রীরা বৃষ্টির মধ্যে মিছিল করে স্লোগান দিতে দিতে অভিযুক্ত শিক্ষকের বাড়ির দিকে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পুলিশি আশ্বাসে বাড়ি ফিরে যায় ছাত্রছাত্রীরা ৷

ABOUT THE AUTHOR

...view details