রায়গঞ্জ, 3 জুন : গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়িতে বিস্ফোরণ ৷ আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ রায়গঞ্জ থানার রুপাহারের মহাদেবপুরে 34নং জাতীয় সড়কের উপর গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ যার জেরে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে ৷ তার মধ্যেই কয়েকটি সিলিন্ডারে বিস্ফোরণ হয় ৷
আজ গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে যাওয়ার পথে রায়গঞ্জের মহাদেবপুরে 34নং জাতীয় সড়কে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷ সেই দুর্ঘটনা থেকেই কয়েকটি সিলিন্ডারে আগুন ধরে যায় ৷ বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ এর পর একে একে বেশ কয়েকটি সিলিন্ডারে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে ৷ সেগুলি আশেপাশের ঝুপড়িতে গিয়ে পড়ে ৷ ফলে সেই ঝুপড়িগুলিতেও আগুন ধরে যায় ৷