রায়গঞ্জ, 16 মার্চ: যানজট রুখতে রায়গঞ্জে শুরু হয়েছে নতুন চার লেনের বাইপাস তৈরির কাজ ৷ আর এতেই কাজ হারানোর আশঙ্কা করছে 34 নং জাতীয় সড়কের ধারে থাকা ছোট বড় গ্যারেজের মালিক থেকে শুরু করে কর্মীরা (Garage workers are facing loss in Raiganj)৷ তাঁদের আশঙ্কা, বাইপাস তৈরি হলে দূরপাল্লার বাস এদিকে ঢুকবে না ৷ যার ফলে কাজও তেমন হাতে আসবে না ৷
রায়গঞ্জ ব্লকের বারোদুয়ারি থেকে শুরু করে রূপাহার পর্যন্ত এই বাইপাস তৈরির কাজ শুরু হয়েছে (Raiganj News)। এখনও তা পূর্ণাঙ্গ রূপে চালু হয়নি । এই বাইপাস চালু হলে দূরপাল্লার চালক ও যাত্রীরা উপকৃত হবেন নিঃসন্দেহে । তবে এই বাইপাস চালুর কথা ভেবে আশঙ্কার কালো মেঘ দেখছে রায়গঞ্জ শহরের গ্যারেজগুলি । বর্তমানে দক্ষিণ থেকে উত্তরবঙ্গগামী বিভিন্ন যানবাহনগুলিকে সড়ক যোগাযোগের ক্ষেত্রে রায়গঞ্জ শহরের উপর দিয়েই যাতায়াত করতে হয় । সেই অনুযায়ী রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় বরাবর 34 নং জাতীয় সড়কের ধারে গজিয়ে উঠেছে অসংখ্য গ্যারেজ ।
এই গ্যারেজগুলির মালিক ও কর্মীদের রুটিরুজি নির্ভর করে দূরপাল্লার গাড়িগুলির উপরেই । মালদা পার করে আসার পর রায়গঞ্জ শহরের গ্যারেজগুলিতে চলে গাড়ি সারাইয়ের কাজ । কিন্তু আগামীতে বাইপাস চালু হলে সমস্ত দূরপাল্লার যাত্রীবাহী কিংবা মালবাহী গাড়িগুলি রূপাহার থেকে ফোরলেন ধরে ঘুরে যাবে । শহরের ভিতরে তা আর ঢুকবে না ৷ যার জেরে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে গ্যারেজ মালিক ও কর্মীদের ।