পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্ধু কোরোনায় আক্রান্ত, স্বেচ্ছায় কোয়ারানটিনে 8 যুবক - বন্ধু কোরোনায় আক্রান্ত জেনে বাকিরা স্বেচ্ছায় কোয়ারানটিনে

বন্ধু কোরোনায় আক্রান্তের খবর পেতেই স্বেচ্ছায় কোয়ারানটিনকে বেছে নিল 8 যুবক । রায়গঞ্জের বিধাননগরের ঘটনা ।

corona in raigunj
corona in raigunj

By

Published : Jul 7, 2020, 10:27 PM IST

রায়গঞ্জ, 7জুলাই : বন্ধু কোরোনায় আক্রান্ত জানারপর স্বেচ্ছায় কোয়ারানটিনে গেল8বন্ধু । রায়গঞ্জের বিধাননগর এলাকার ঘটনা । পরিবারের কথামাথায় রেখে যুবকেরা স্থানীয় এক ক্লাবে স্বেচ্ছায় কোয়ারানটিনে থাকাকে বেছে নিয়েছে ।

মঙ্গলবারযুবকের লালারসের নমুনায় কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । বাকিদের লালারসের নমুনাসংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হয়েছে । আগামী কাল তাদের লালারসের নমুনা পরীক্ষাহবে বলে জানিয়েছে ওই যুবকেরা ।

কোরোনায়আক্রান্ত যুবক পেশায় ব্যবসায়ী । রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারে তার ব্যবসা রয়েছে ।সেখানে আরও এক ব্যবসায়ী কোরোনায় আক্রান্ত হয়েছেন । আক্রান্তদের রায়গঞ্জ কোভিডহাসপাতালে ভরতি করা হয়েছে । এখনও পর্যন্ত রায়গঞ্জ শহরে কোরোনা আক্রান্তের সংখ্যা6

পরপরদুই ব্যবসায়ী কোরোনা আক্রান্ত হওয়ায় বাজার কমিটির তরফে14দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়াহয়েছে । রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন এই বিষয়ে তাদের গৃহীত সিদ্ধান্ত সমর্থনকরার আশ্বাস দিয়েছে । ব্যবসায়ী সমিতির সদস্যদের দাবি,কোরোনা সংক্রমণ শহরে বেড়ে চলেছে । তাএড়াতে লকডাউন অত্যন্ত প্রয়োজনীয় ।

ইতিমধ্যেইমার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে । আজ তারা এবিষয়ে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কাছে ইমেল মারফৎ চিঠি দিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details