পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডালখোলায় দুস্থদের জন্য বিনামূল্যের বাজার - লকডাউন

তৃণমূলের তরফে বিনামূল্যের বাজার বসল উত্তর দিনাজপুরের ডালখোলা এলাকায় । দুস্থরা সেখান থেকে সবজি নিয়ে যান । বাজার করতে আসেন বিশেষভাবে সক্ষমরাও ।

aa
বাজার

By

Published : May 17, 2020, 12:23 PM IST

রায়গঞ্জ, 17 মে: উত্তর দিনাজপুরের ডালখোলা হাইস্কুল মাঠে বসল বিনামূল্যের সবজি বাজার । সামাজিক দূরত্ব মেনে উত্তর দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় এই বাজারের ।

জেলা যুব তৃণমূল জেলা সভাপতি গৌতম পাল জানান, বাংলার গর্ব মমতা এই বিষয়টিকে সামনে রেখেই এই কর্মসূচি নিয়েছেন তাঁরা । কর্মীরা সবাই মিলে চাঁদা তুলে একটি তহবিল তৈরি করেছেন । তা থেকেই দুঃস্থদের মধ্যে সবজি বণ্টনের আয়োজন করা হয়েছে । পরবর্তীতে প্রয়োজন হলে তাঁরা আরও ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন । এখন চরম সংকটের মুহূর্ত । এই সময় বাড়িতে বসে থাকতে চান না । বরং সরকারি নির্দেশিকা এবং সামাজিক দূরত্ব মান্য করে তাঁরা দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বলে জানান ।

বাজার করতে আসা উমেশ শা নামে বিশেষ ভাবে সক্ষম এক ব্যক্তি বলেন, "এরকম বাজার প্রথম দেখলাম । আগে কখনও দেখিনি । খুব ভালো লাগছে । আলু, পিঁয়াজ, বেগুন সহ সমস্ত সবজি ব্যাগ ভরতি করে বাড়িতে নিয়ে যাচ্ছি ।"

ABOUT THE AUTHOR

...view details