হিলি, 25 অক্টোবর : বালুরঘাটের শুভায়ন হোম পরিদর্শনে এসে বাংলাদেশের মন্ত্রী জানিয়েছিলেন দ্রুত বাংলাদেশি কিশোরদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে । প্রথম ধাপেই যে সকলকে একসঙ্গে পরিবারের হাতে তুলে দেওয়া যাবে না সেটাও তিনি জানিয়েছিলেন । গতকাল চারজন বাংলাদেশি কিশোরকে ফিরিয়ে দিল ভারত । এরমধ্যে তিনজন বালুরঘাট শুভায়ন হোম ও একজন রায়গঞ্জ হোমের কিশোর । গতকাল সকালে হিলির অভিবাসন চেকপোস্ট দিয়ে বাংলাদেশী কিশোরদের পরিবারের হাতে তুলে দেয় ভারতীয় আধিকারিকরা । এদিন জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন ভারতীয় অভিবাসন চেকপোস্টের OC শিপ্রা রায়, হোম সুপার দাওয়া দরজি শেরপা এবং বাংলাদেশের OC আলতাব হোসেনসহ সকলের পরিবার ।
হিলি সীমান্ত দিয়ে 4 বাংলাদেশি কিশোরকে ফেরাল ভারত
বালুরঘাট ও রায়গঞ্জের হোম থেকে হিলি সীমান্ত থেকে চার বাংলাদেশিকে ফেরাল ভারত ।
জানা গেছে, চারজন কিশোর বিভিন্ন সময়ে হিলি সীমান্ত দিয়ে প্রবেশ করে ৷ একজন রায়গঞ্জ এবং বাকি তিনজন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ । চারজনের একজন এক বছর তিন মাস এবং বাকি দু'জনকে এক বছর চার মাস করে শুভায়ন হোমে রাখা হয়েছিল ৷ এরপর দুই দেশের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষে গতকাল দেশে ফিরল কিশোররা ৷ এখনও বালুরঘাট শুভায়ন হোমে 16 জন বাংলাদেশি কিশোর রয়েছে । তাদেরও নিজের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে হোম কর্তৃপক্ষ জানিয়েছে ।
কিশোরদের মধ্যে কেউ কাশ্মীরে বাবার কাছে যাওয়ার জন্য, কেউ আত্মীয়ের বাড়িতে, আবার কেউ কাজের সন্ধানে হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে । তাদেরই আটক করার পর হোমে রাখা হয়েছিল । এবিষয়ে বালুরঘাট শুভায়ন হোমের সুপার দাওয়া দরজি শেরপা জানান, বর্তমানে বালুরঘাটের শুভায়ন হোমে 16 জন বাংলাদেশী নাবালক রয়েছে । আজ বালুরঘাট শুভায়ন হোমে থাকা তিনজন ও উত্তর দিনাজপুরের এক কিশোরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় । দু'দেশের হাই কমিশনের মাধ্যমে এদেরকেও ফেরত পাঠানো হবে ৷ কয়েকজনের নথি তৈরি হচ্ছে আর কয়েকজনের জন্য প্রস্তুতি চলছে ।