রায়গঞ্জ, 4 ডিসেম্বর:একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে রায়গঞ্জে (Allegations of Financial Corruption) গ্রেফতার করা হল বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে (Former BJP Panchayat Pradhan Arrested) ৷ অভিযুক্ত রায়গঞ্জের 6 নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান কমল সরকার বর্তমানে এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত।
উল্লেখ্য়, এক বছর আগে কমল সরকার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। কমলবাবু প্রধান থাকাকালীন তাঁর বিরুদ্ধে 11 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তোলে রামপুর গ্রাম পঞ্চায়েতেরই অন্য এক সদস্য মলয় সরকার ৷ তিনি রায়গঞ্জ থানায় (Raiganj Police) কমল সরকারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।