পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Allegations of Financial Corruption: আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রধান - পঞ্চায়েত প্রধান

আর্থিক দুর্নীতির অভিযোগে (Allegations of Financial Corruption) বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করা হল ৷ তাঁর বিরুদ্ধে 11 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ বর্তমানে ওই অভিযুক্ত এলাকায় তৃণমূল নেতা (TMC Leader) হিসেবে পরিচিত।

Allegations of Financial Corruption
আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রধান

By

Published : Dec 4, 2022, 4:08 PM IST

রায়গঞ্জ, 4 ডিসেম্বর:একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে রায়গঞ্জে (Allegations of Financial Corruption) গ্রেফতার করা হল বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে (Former BJP Panchayat Pradhan Arrested) ৷ অভিযুক্ত রায়গঞ্জের 6 নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান কমল সরকার বর্তমানে এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত।

উল্লেখ্য়, এক বছর আগে কমল সরকার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। কমলবাবু প্রধান থাকাকালীন তাঁর বিরুদ্ধে 11 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তোলে রামপুর গ্রাম পঞ্চায়েতেরই অন্য এক সদস্য মলয় সরকার ৷ তিনি রায়গঞ্জ থানায় (Raiganj Police) কমল সরকারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কমলবাবুর বিরুদ্ধে জনসাধারণের জন্য সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা নানাভাবে নয়-ছয় করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ৷ ওই অভিযোগের ভিত্তিতে কমল সরকারকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশের তরফে নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে রবিবার তাঁকে রায়গঞ্জ জেলা দায়রা আদলতে তোলা হয়।

আরও পড়ুন:সিমলাগড়ে তৃণমূল সদস্যের বাইকে আগুন, শুরু শাসক-বিরোধী তরজা

ABOUT THE AUTHOR

...view details