পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

rescue 655 tortoise: পাচারের আগেই ইটাহারে উদ্ধার 655টি কচ্ছপ

বনকর্মীদের তৎপরতায় উদ্ধার 655টি কচ্ছপ (rescue 655 tortoise)। পলাতক পাচারকারীরা ।

Rescue 655 tortoise
কচ্ছপ উদ্ধার

By

Published : Feb 6, 2022, 4:21 PM IST

রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, 6 ফেব্রুয়ারি: বনকর্মীদের তৎপরতায় পাচারের আগে উদ্ধার হল 655টি কচ্ছপ (rescue 655 tortoise) । শনিবার রাতে অভিযান চালিয়ে উত্তর দিনাজপুরের ইটাহার থানার ৩৪ নম্বর জাতীয় সড়কে বাঙ্গার চেকপোস্ট সংলগ্ন দু‘টি গাড়়ি থেকে উদ্ধার হয়েছে কচ্ছপগুলি (forest officer raid 34 national highway) ।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ৩৪ নম্বর জাতীয় সড়কে বাঙ্গার চেকপোস্টে সন্দেহজনক দুই বোলেরো পিকআপ গাড়িতে তল্লাশি করেন বন দফতরের কর্মীরা । জানা গিয়েছে, গাজলের কদুবাড়ি মোড়ে দু‘টো গাড়িতে কচ্ছপগুলো তোলা হয়েছিল । বন দফতর সেটা জানতে পারে এবং অভিযান চালিয়ে এই ৬৫৫টি কচ্ছপ উদ্ধার করেছে । তবে পাচারকরীদের ধরতে পারা যায়নি ৷

আরও পড়ুন :Tortoises rescued in Bandel : একশোটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল ব্যান্ডেল জিআরপি, গ্রেফতার এক

সূত্রের খবর, বেশ কয়েকজন মহিলা এই কচ্ছপ পাচারের সঙ্গে যুক্ত ছিল, তারা পালিয়ে গিয়েছে । পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস এবং বন দফতর যৌথ অভিযান চালিয়ে গত বছর শিলিগুড়ি মোড় থেকে প্রায় ১৫০০টি কচ্ছপ উদ্ধার করেছিল । রায়গঞ্জের রেঞ্জার প্রদীপ চৌধুরী আসার পর এই অভিযান প্রায়শই চলছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্তারা । উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বিভাগীয় বন বনাধিকারিক কমল সরকার খুব তৎপরতার সঙ্গে কাজ করছেন এবং বন্যপ্রাণী উদ্ধারে সাহায্য করছেন ও উৎসাহ দিচ্ছেন ।

ABOUT THE AUTHOR

...view details