পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনায় আক্রান্তদের খাবার দিয়ে সাহায্য রায়গঞ্জের তৃণমূল কর্মীদের - Covid-19

চাল, ডাল, নুন, তেল, আলু, ডিম ও মুড়ির প্যাকেট নিজেরাই আক্রান্ত পরিবারের হাতে তুলে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত মহারাজা হাট ব্যাবসায়ী সমিতির সদস্যরা ।

করোনায় আক্রান্তদের খাবার দিয়ে সাহায্য রায়গঞ্জের তৃণমূল কর্মীদের
করোনায় আক্রান্তদের খাবার দিয়ে সাহায্য রায়গঞ্জের তৃণমূল কর্মীদের

By

Published : May 24, 2021, 3:43 PM IST

রায়গঞ্জ, 24 মে : করোনায় আক্রান্ত ও সাধারণ মানুষের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা । উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকে মহারাজা হাট ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই কাজ হচ্ছে ৷ কোভিড আক্রান্তদের খাবার দেওয়া হচ্ছে ৷ পাশাপাশি অন্য সাহায্যও করা হচ্ছে ৷ কোভিড আক্রান্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি এলাকায় জীবানুনাশক স্প্রে করার কাজ করছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা । এর ফলে এলাকার কোভিড আক্রান্ত থেকে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন ।

চাল, ডাল, নুন, তেল, আলু, ডিম ও মুড়ির প্যাকেট নিজেরাই আক্রান্ত পরিবারের হাতে তুলে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত মহারাজা হাট ব্যাবসায়ী সমিতির সদস্যরা । শুধু খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়াই নয়, স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে কোভিড আক্রান্তদের বাড়িঘর ও আশপাশের এলাকা । তৃণমূল কংগ্রেসের কর্মীদের এই উদ্যোগে খুশি কোভিড আক্রান্তের পরিবারের সদ্যস্যরা ।

আরও পড়ুন :12 দিনে মৃত 50 হাজার, মোট মৃত্যু ছাড়াল 3 লাখ

তৃণমূল নেতা ছোটন চট্টোপাধ্যায় জানিয়েছেন, অতিমারি এই করোনার সময়কালে লকডাউন চলছে । কোভিড আক্রান্ত মানুষ ও তাঁদের পরিবার বাজারহাট করতে পারছেন না । অসহায় অবস্থায় পড়ে রয়েছেন তাঁরা । তাঁদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details