পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Folk Song on Russia-Ukraine War : বিশ্বশান্তি ও যুদ্ধবিরতির বার্তা দিয়ে গান বাঁধলেন লোকশিল্পী তরণীমোহন - Folk Song on Russia Ukraine War

বিশ্বশান্তি ও যুদ্ধবিরতির বার্তা দিয়ে গান বাঁধলেন লোকসঙ্গীত শিল্পী তরণিমোহন বিশ্বাস (Folk Artist Tarani Mohan Biswas Write A Song Against Russia-Ukraine War) ৷ রায়গঞ্জের অলিগলি ঘুরে সেই গান গেয়ে চলেছে তিনি ৷ সেই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের অবসান হোক এমনটাই প্রার্থনা লোকসঙ্গীত শিল্পীর ৷

Folk Artist Tarani Mohan Biswas Write A Song Against Russia-Ukraine War
Folk Artist Tarani Mohan Biswas Write A Song Against Russia-Ukraine War

By

Published : Mar 8, 2022, 1:03 PM IST

রায়গঞ্জ, 8 মার্চ : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের অবসান চেয়ে গান বাঁধলেন রায়গঞ্জের কাশীবাটির বাসিন্দা প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী তরণীমোহন বিশ্বাস (Folk Artist Tarani Mohan Biswas Write A Song Against Russia-Ukraine War) ৷ যে গানের পরতে পরতে রয়েছে যুদ্ধের বিরোধিতায় গোটা বিশ্বকে এক হওয়ার বার্তা ৷ শিল্পীর মতে, বিশ্ববাসী একজোট হলে তবেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব ৷ তাই দোতরার সুরে গ্রামেগঞ্জে ‘যুদ্ধ নয় শান্তি চাই’ বার্তা গানের মাধ্যমে ফেরি করে চলেছেন লোকসঙ্গীত শিল্পী তরণীমোহন বিশ্বাস ৷

উত্তর দিনাজপুর তথা বাংলার বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী তরণিমোহন বিশ্বাস জানান, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে বহু ইউক্রেনবাসীর প্রাণ যাওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার ভারতীয় পড়ুয়া সেখানে আটকে পড়েছেন ৷ সেই সব ভারতীয় পড়ুয়াদের প্রত্যেককে নিরাপদে নিজেদের বাড়ি ফিরিয়ে আনার অনুরোধ করেন তরণীমোহন ৷

আরও পড়ুন : Student Returns From India: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন জয়নগরের ডাক্তারি পড়ুয়া

প্রখ্যাত লোকসংগীত শিল্পীর হাতে দোতারা আর কণ্ঠে তাঁর গান, যুদ্ধ নয় শান্তি চাই (Folk Song on Russia Ukraine War) ৷ রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে। ঘন ঘন মিসাইলের হানায় বিপর্যস্ত ইউক্রেনের নাগরিকরা ৷ রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি উত্তর দিনাজপুরের বেশকিছু মেডিক্যালের পড়ুয়া ইউক্রেনে আটকে পড়েছেন ৷ তাঁরা যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে ঘরে ফিরতে পারেন, সেই প্রার্থনাও করছেন তরণীমোহন বিশ্বাস ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details