রায়গঞ্জ, 8 মার্চ : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের অবসান চেয়ে গান বাঁধলেন রায়গঞ্জের কাশীবাটির বাসিন্দা প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী তরণীমোহন বিশ্বাস (Folk Artist Tarani Mohan Biswas Write A Song Against Russia-Ukraine War) ৷ যে গানের পরতে পরতে রয়েছে যুদ্ধের বিরোধিতায় গোটা বিশ্বকে এক হওয়ার বার্তা ৷ শিল্পীর মতে, বিশ্ববাসী একজোট হলে তবেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব ৷ তাই দোতরার সুরে গ্রামেগঞ্জে ‘যুদ্ধ নয় শান্তি চাই’ বার্তা গানের মাধ্যমে ফেরি করে চলেছেন লোকসঙ্গীত শিল্পী তরণীমোহন বিশ্বাস ৷
উত্তর দিনাজপুর তথা বাংলার বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী তরণিমোহন বিশ্বাস জানান, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে বহু ইউক্রেনবাসীর প্রাণ যাওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার ভারতীয় পড়ুয়া সেখানে আটকে পড়েছেন ৷ সেই সব ভারতীয় পড়ুয়াদের প্রত্যেককে নিরাপদে নিজেদের বাড়ি ফিরিয়ে আনার অনুরোধ করেন তরণীমোহন ৷