রায়গঞ্জ, 7 মে : সমগ্র বিশ্বকে গ্রাস করছে কোরোনা নামক অসুর । তাই এই অসুরের হাতে বিশ্বকে রক্ষা করতে বিষ্ণুর অবতার নরসিংহ দেবতার আরাধনা করলেন রায়গঞ্জের প্রবীণ লোকশিল্পী তরণিসেন মহন্ত ।
কোরোনা নামক অসুরের প্রকোপ থেকে বাঁচতে নরসিংহ দেবতার আরাধনা রায়গঞ্জের লোকশিল্পীর - কোরোনা নামক অসুরের প্রকোপ থেকে বাঁচতে নরসিংহ দেবতার আরাধনা রায়গঞ্জের লোকশিল্পীর
অসুরের মতোই ভয়ানক কোরোনা । তাই রক্ষা পেতে বিষ্ণুর অবতার নরসিংহ দেবতার আরাধনা করলেন রায়গঞ্জের প্রবীণ লোকশিল্পী তরণিসেন মহন্ত ।
শাস্ত্র অনুযায়ী, বুদ্ধ পূর্ণিমার আগের দিন বৈশাখি চতুর্দশীতে নরসিংহ দেবের আবির্ভাব তিথি । হিন্দু শাস্ত্রানুযায়ী, শিবের থেকে পাওয়া বরে শক্তিশালী হয়ে ওঠে হিরণ্যকশিপু নামে দৈত্যরাজা । শিবের পাওয়া বরের জন্য মানুষ, প্রাণী, দেবতা সকলেই তাঁকে পরাস্ত করতে বিফল হয় । তখন বিষ্ণু নরসিংহের রূপ নিয়ে হিরণ্যকশিপুর নিধর করে । তাই বিষ্ণুর এই অবতারের পুজো করেন বৈষ্ণবরা ।
রায়গঞ্জের 10 নম্বর মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের অধীন সুভাষগঞ্জের কোতগ্রামের বাসিন্দা ও লোকসঙ্গীত শিল্পী তরণিসেন মহন্ত কোরোনা প্রতিরোধে তাঁর বাড়িতে নরসিংহ দেবের পুজোর আয়োজন করেন । তবে, সামাজিক দূরত্ব মেনেই পুজো করা হয় । তিনি বলেন, "শুধু উত্তর দিনাজপুর জেলাই নয়, গোটা উত্তরবঙ্গে এই নরসিংহ পুজো হয়ে আসছে প্রায় ত্রিশ বছর ধরে । প্রতি বছর ঢাক, ঢোল, কাঁসর বাজিয়ে ধুমধামে এই পুজো হয় । এবারের পুজোয় ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল পুলিশ, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সংবাদমাধ্যম, বিদ্যুৎকর্মী -সহ জরুরী পরিষেবায় নিযুক্তদের সুঃস্থতার প্রার্থনা জানিয়েছি । "