রায়গঞ্জ, 2 জুলাই : কুলিক নদীবাঁধের স্লুইস গেট লিক করে প্লাবিত হল রায়গঞ্জ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের শক্তিনগর, মিলনপাড়া এলাকা । নদীবাঁধের উপর আশ্রয় নিয়েছে কয়েকশো পরিবার । অভিযোগ, পানীয় জল নেই, খাবার নেই, নেই শৌচালয়ের ব্যাবস্থা । অবিলম্বে শক্তিনগর এলাকার কুলিক নদীবাঁধের স্লুইস গেট মেরামত না করলে গোটা রায়গঞ্জ শহর প্লাবিত হওয়ার আশঙ্কা ।
কুলিক নদীর জলে প্লাবিত রায়গঞ্জের একাধিক এলাকা - Raiganj News
কুলিক নদীর জলে প্লাবিত রায়গঞ্জ শহরের আট নম্বর ওয়ার্ডের শক্তিনগর ও পশ্চিম মিলনপাড়ার বাঁধ সংলগ্ন এলাকা ।
শক্তিনগর এলাকার বাসিন্দারা বলেন, "কুলিক নদীবাঁধের স্লুইস গেট লিক করে ঘরবাড়ি জলে ডুবেছে । ছোটো ছোটো ছেলে মেয়ে ও পরিবার পরিজন গবাদি পশু নিয়ে বাঁধের উপর আশ্রয় নিয়েছি । স্থানীয় কাউন্সিলর পলিথিন দিয়েছেন । সেই পলিথিন টাঙিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করে সমস্যার মধ্যে রয়েছি আমরা । পানীয়জল ও খাবার নেই । নেই শৌচালয়ের ব্যবস্থাও ।"
স্থানীয় তৃণমূল কাউন্সিলর বরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গতদের পৌরসভা থেকে পানীয় জলের ট্যাঙ্ক দেওয়ার পাশাপাশি বাঁধে কয়েকটি টিউবওয়েল বসানোর কাজ শুরু হয়েছে । পলিথিন দেওয়া হয়েছে । খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থাও নেওয়া হয়েছে । ইতিমধ্যেই স্লুইস গেট মেরামতের জন্য সেচ দপ্তরের সঙ্গে কথা হয়েছে । সেচ দপ্তর সূত্রে জানা গেছে, ভাঙা ওই স্লুইস গেট মেরামতের টেন্ডার হয়ে গেছে । খুব শীঘ্রই স্লুইস গেটের কাজ শুরু করা হবে ।