পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kali Pujo 2021: 500 বছরের আদি করুণাময়ী কালীমন্দির, বংশ পরপম্পরায় মন্দিরের পুরোহিত সাধক বামাক্ষ্যাপার বংশধররা - কালীপুজো

রায়গঞ্জ আদি করুণাময়ী কালীমন্দিরের পুজো এ বছর 500 বছরে পদার্পণ করল ৷ যে পুজোর সূচনা করেছিলেন পঞ্জাবের এক সাধু ৷ পরবর্তী সময়ে দিনাজপুরের রাজা বারাণসী থেকে কষ্টিপাথরের বিগ্রহ নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেন ৷ 212 বছর ধরে সেই মূর্তি দিয়েই দেবীর পুজো হচ্ছে ৷

Five Hundred Years of Adi Karunamoyee kali Puja in Raiganj North Dinajpur
500 বছরের আদি করুণাময়ী কালীমন্দিরে বংশ পরপম্পরায় মন্দিরের পুরোহিত সাধক বামাক্ষ্যাপার বংশধররা

By

Published : Nov 1, 2021, 8:14 PM IST

রায়গঞ্জ, 1 নভেম্বর : সাধক বামাক্ষ্যাপার বংশধররা দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন রায়গঞ্জ আদি করুণাময়ী কালীমন্দিরে ৷ এবার এই পুজো 500 বছরে পড়ল ৷ অসম থেকে পঞ্জাব, বিহার থেকে উত্তরপ্রদেশ ভিনরাজ্য থেকেও দীপাবলীর রাতে আদি করুণাময়ী কালীবাড়িতে পুজো দিতে আসেন ভক্তরা ৷ রায়গঞ্জ শহরের বন্দরের এই কালীমন্দিরে দীপান্বিতার পুজোকে কেন্দ্র করে বহু ভক্তের সমাগমে পূণ্যতীর্থ হয়ে ওঠে রায়গঞ্জ শহর ৷

তবে, করোনা সংক্রমণের কারণে এবারেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে দর্শনার্থীদের জন্য ৷ পাশাপাশি স্যানিটাইজার টানেল দিয়ে দর্শনার্থীদের মন্দিরের প্রবেশের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বন্দরের আদি করুণাময়ী কালীবাড়ির সেবায়েত তথা সাধক বামাক্ষ্যাপার বংশধর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় ৷ কথিত আছে আজ থেকে 500 বছর আগে পঞ্জাব প্রদেশের এক সাধু পায়ে হেঁটে এসে উপস্থিত হন রায়গঞ্জের কুলিক নদীর বন্দর ঘাটে ৷ সেখানেই একটি গাছের তলায় পঞ্চমুণ্ডির আসনে সাধনা করেন সিদ্ধিলাভের জন্য ৷ সেই থেকে শুরু হয় এখানে কালীর আরাধনা ৷ প্রথমে বেদীতে পুজোর প্রচলন হয়েছিল ৷

আরও পড়ুন : Kali Puja 2021: মায়ের মন্দির নেই, মাটির থানেই পুজো হয় 'মা মাটিয়া কালির'

1216 বঙ্গাব্দে দিনাজপুরের রাজা স্বপ্নাদেশ পেয়ে সেখানে নির্মাণ করেন কালীমন্দির ৷ এর পর তারাপীঠের মহাসাধক বামাক্ষ্যাপার বংশধর জানকিনাথ চট্টোপাধ্যায় বারাণসী থেকে কষ্টিপাথরের কালীমূর্তি এনে বসান পঞ্চমুণ্ডির আসনে ৷ সেটাও আজ থেকে 212 বছর আগের কথা ৷ সেই থেকেই একই মূর্তিতে দক্ষিণাকালীর পুজো হয়ে আসছে বন্দর আদি করুণাময়ী কালীবাড়িতে ৷ কথিত আছে, এই মন্দিরে কালীপুজোর রাতে মায়ের পায়ের নূপুরের ধ্বনি শোনা যায় ৷

আরও পড়ুন : Kali Puja 2021: কালীপুজোয় লাগে না কোনও পুরোহিত, হয় পাঁঠাবলি

আদি করুণাময়ী কালীবাড়িতে তন্ত্রমতে দেবী পূজিত হন ৷ সেখানে শোল মাছের ভোগ দেওয়ার পাশাপাশি পাঁঠাবলির প্রচলন রয়েছে ৷ আজও বন্দর আদি করুণাময়ী কালীমন্দিরে বংশপরম্পরায় পুজো করে আসছেন সাধক বামাক্ষ্যাপার বংশধরেরা ৷ জাগ্রত এই দেবীর মাহাত্ম্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও ৷ তাই দীপান্বিতা কালীপুজোর রাতে হাজার হাজার ভক্তের সমাগম হয় রায়গঞ্জের এই বন্দর আদি করুণাময়ী কালীমন্দিরে ৷ সারাবছরই অসংখ্য ভক্তের সমাগম হয় এই জাগ্রতা দেবীর মন্দিরে। করোনা সংক্রমণের আশঙ্কায় এবারেও মন্দিরে প্রবেশের জন্য স্যানিটাইজার টানেল ও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details