পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোপড়া কাণ্ডে জামিন জেলা সাধারণ সম্পাদক-সহ পাঁচ BJP নেতার

গত জুলাই মাসে চোপড়া ব্লকে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র চেহারা নিয়েছিল । BJP নেতাদের মদতেই এই ঘটনা ঘটার দাবিতে পুলিশ চোপড়ার BJP নেতা সুবোধ সরকার, ইসলামপুরের BJP নেতা তথা BJP জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেনকে গ্রেপ্তার করেছিল । আজ তাঁরা জামিনে মুক্তি পেলেন ।

By

Published : Sep 25, 2020, 9:10 PM IST

চোপড়া কাণ্ডে জামিন
চোপড়া কাণ্ডে জামিন

রায়গঞ্জ, 25 সেপ্টেম্বর : চোপড়া কাণ্ডে জামিন পেলেন BJP-র উত্তর দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেন-সহ পাঁচ BJP নেতা । সংশোধনাগার থেকে বেরোতেই উচ্ছাসে ফেটে পড়েন দলীয় কর্মী সমর্থকরা । তাঁদের ফুলের মালা পরিয়ে, লাড্ডু খাইয়ে অভিনন্দন জানায় BJP কর্মীরা । জামিনে মুক্ত হবার পর জেলার BJP সাধারণ সম্পাদক সুরজিৎ সেন আদালতকে ধন্যবাদ জানান । একই সঙ্গে সত্যের জয় হয়েছে বলে দাবি করেন তিনি ।

গত জুলাই মাসে চোপড়া ব্লকে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র চেহারা নিয়েছিল । আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ বাধে । পুলিশের গাড়ি-সহ বেশ কয়েকটি সরকারি বাস জ্বালিয়ে দেওয়া হয়েছিল ।

পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক মামলায় পুলিশ চোপড়ার বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল । BJP নেতাদের মদতেই এই ঘটনা ঘটার দাবিতে পুলিশ চোপড়ার BJP নেতা সুবোধ সরকার, ইসলামপুরের BJP নেতা তথা BJP জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেনকে গ্রেপ্তার করেছিল । আজ তাঁরা জামিনে মুক্তি পেলেন ।

ABOUT THE AUTHOR

...view details