রায়গঞ্জ, 20 জুন : "কলকাতাকে মিনি পাকিস্তান বানিয়ে ফেলেছেন ফিরহাদ হাকিম ৷" আজ বিজেপির দলীয় কার্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে কটাক্ষ করেন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷ তারই জবাবে আজ রায়গঞ্জের এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷
রবিবার রায়গঞ্জে দলীয় কর্মসূচিতে এসে দিলীপ ঘোষ বলেন, " ফিরহাদ ইতিমধ্যেই কলকাতাকে মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন ৷ এবার পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবেন ৷ বাংলায় আবার বঙ্গভঙ্গের সময়কার পরিস্থিতি আসতে চলেছে ৷ আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াব ৷ আর এই কারণেই পশ্চিমবঙ্গ দিবস পালন করা দরকার ৷"
এছাড়া জন বারলার উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবিকে নস্যাৎ করে দিয়ে তিনি বলেন, " উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত, এখানে কোনও উন্নয়নই হয়নি । তাই উত্তরবঙ্গের মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা থেকে এই ধরনের আন্দোলন শুরু হয়েছে ৷ এবং উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি কেউ কেউ তুলেছেন। তবে আমরা বিজেপি দল কখনই বঙ্গভঙ্গের পক্ষে নই ।"