রায়গঞ্জ, 4 জানুয়ারি:তিনদিন হতে চলল এখনও আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকলের ইঞ্জিন (Fire is Still Burning after Three Days)। রায়গঞ্জের মণিপাড়া এলাকায় একটি পাটের গুদামের বিধ্বংসী আগুন লাগে রবিবার ৷ বুধবার সন্ধের মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার ডিভিশনাল ফায়ার অফিসার স্বপন কুমার দাস।
তিনি এদিন বলেন, "রায়গঞ্জ, ডালখোলা, কালিয়াগঞ্জ ও মালদার দমকল কর্মীদের পাশাপাশি পুলিশ প্রশাসনের পরিশ্রমে অনেকটা আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে ৷ কিন্তু আজকে সন্ধের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারব ৷ ধোঁয়ার জন্য আমাদের কর্মীরা ভিতরে ঢুকতে পারছিল না ৷" অন্যদিকে, অনেকটাই আতঙ্ক থেকে মুক্ত হতে পেরেছে স্থানীয় বাসিন্দারা ৷ উল্লেখ্য, রবিবার রায়গঞ্জ থানার সোহারই মোড় এলাকার মণিপাড়ায় একটি পাটের গুদামে বিধ্বংসী আগুন লেগে যাওয়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে রায়গঞ্জের দু'টি ইঞ্জিন ও পরে কালিয়াগঞ্জ, ডালখোলা ও মালদা থেকে আরও 5টি ইঞ্জিন এসে পৌঁছয়। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় গুদামে মজুত করা বিপুল পরিমাণ পাট (Fire is Still Burning after Three Days at Jute Godown)। সঙ্গে দু'টো লরিও আগুনে ভস্মীভূত হয়ে যায়। তবে আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয়।