রায়গঞ্জ, 15 নভেম্বর : শহরের একাধিক দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ আতসবাজি বাজেয়াপ্ত করল রায়গঞ্জ থানার পুলিশ ৷ ঘটনায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে ৷
রায়গঞ্জে বাজেয়াপ্ত প্রচুর আতসবাজি, গ্রেপ্তার ব্যবসায়ী - fire crackers seized by raiganj police
রায়গঞ্জ থানার IC সুরজ থাপার নেতৃত্বে অভিযান চালায় পুলিশ ৷ উদ্ধার হয় প্রচুর পরিমাণ আতসবাজি ৷
আতসবাজি
কোরোনা পরিস্তিতিতে যে কোনও ধরনের আতসবাজি বিক্রি ও পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট ৷ তা সত্ত্বেও রায়গঞ্জের একাধিক দোকানে লুকিয়ে আতসবাজি বিক্রি হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ যায় । আর শুক্রবার রাতে রায়গঞ্জ থানার IC সুরজ থাপার নেতৃত্বে অভিযান চালায় পুলিশ ৷ উদ্ধার হয় প্রচুর পরিমাণ আতসবাজি ৷ পাশাপাশি বরুণ কুমার সাহা নামে এক ব্যবসায়ীকেও শব্দবাজি সহ গ্রেপ্তার করা হয় ৷
ধৃত ব্যক্তির বাড়ি রায়গঞ্জের দেবীনগরের বেলতলা এলাকায় ৷