রায়গঞ্জ, 30 মে : জেলার মধ্য়ে সবথেকে বেশি কোরোনা আক্রান্ত করণদিঘিতে। ইতিমধ্যেই এই ব্লকের কামারতোর গ্রামকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ স্থানীয় প্রশাসনের তরফে এই কনটেইমেন্ট জ়োনে স্যানিটাইজ়িংয়ের কাজ হয় । প্রায় ঘণ্টা তিনেক এলাকা স্যানিটাইজ়িংয়ের কাজ করেন দমকল কর্মীরা ।
করণদিঘির কনটেইনমেন্ট জ়োন স্যানিটাইজ় দমকল বাহিনীর
আজ দুপুরে ডালখোলা থেকে দমকলের দু'টি ইঞ্জিন আসে । প্রায় ঘণ্টা তিনেক পুরো এলাকা স্য়ানিটাইজ়িংয়ের কাজ করে। পাশাপাশি এলাকার দু'হাজার পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল।
দেশজুড়ে পঞ্চম দফায় লকডাউন শুরু হয়েছে । বিধি নিষেধ রয়েছে কনটেইনমেন্ট জ়োনগুলিতে । এদিকে দিন দিন কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে রাজ্যে। সংক্রমণ বাড়ছে উত্তর দিনাজপুর জেলাতেও । জেলার মধ্যে সব থেকে বেশি কোরোনা আক্রান্তের সংখ্যা করণদিঘি ব্লকে। ইতিমধ্য়েই জেলা স্বাস্থ্য় বিভাগের তরফে করণদিঘির কামারতোড় এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে ডালখোলা থেকে দমকলের দু'টি ইঞ্জিন আসে । প্রায় ঘণ্টা তিনেক পুরো এলাকা স্য়ানিটাইজ়িংয়ের কাজ করে।
এর পাশাপাশি আজ এলাকার দু'হাজার পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল। উপস্থিত ছিলেন করণদিঘি ব্লক তৃণমূল সভাপতি সুভাষচন্দ্র সিনহাও । 2 হাজার পরিবারকে খাদ্য সামগ্রীর সঙ্গে কাঁচা সবজি, সাবান ও মাস্ক তুলে দেওয়া হয় ।