রায়গঞ্জ, 11 মে : রায়গঞ্জ ও হেমতাবাদের কনটেইনমেন্ট এলাকায় এবারে দমকল বাহিনী দিয়ে স্যানিটাইজেশন করার কাজ শুরু করল প্রশাসন। PPE কিট পরে বাশের ব্যারিকেড দেওয়া এলাকায় নির্দিষ্ট স্থান পর্যন্ত স্যানিটাইজ করার কাজ করল দমকল।সোমবার দুপুরে এই কাজ করে দমকলের কর্মীরা।
কনটেইনমেন্ট জোনগুলিকে স্যানিটাইজ করল দমকল - জীবাণুমুক্ত
রায়গঞ্জ ব্লক 2ও হেমতাবাদ ব্লকে 1 জন কোরোনা পজিটিভ রোগীর সন্ধান মিলেছে।এর পর ওই এলাকাগুলি প্রশাসনের পক্ষ থেকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই এলাকাগুলি সিল করে দেবার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে 24 ঘন্টার নজরদারি শুরু করা হয়েছে। যাতে কেউ এলাকা থেকে না বার হতে ঢুকতে পারে তা নিশ্চিত করছে পুলিশ।কনটেইনমেন্ট এলাকায় এবারে দমকল বাহিনী দিয়ে স্যানিটাইজেশন করার কাজ শুরু করল প্রশাসন।
ইতিমধ্যেই রায়গঞ্জ ব্লক 2 ও হেমতাবাদ ব্লকে 1 জন কোরোনা পজিটিভ রোগীর সন্ধান মিলেছে। এর পর ওই এলাকাগুলি প্রশাসনের পক্ষ থেকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই এলাকাগুলি সিল করে দেওয়ার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে 24 ঘণ্টার নজরদারি শুরু করা হয়েছে। যাতে কেউ এলাকা থেকে না বার হতে ঢুকতে পারে তা নিশ্চিত করছে পুলিশ।
এদিন রায়গঞ্জ ব্লকের শেরপুর কনটেইনমেন্ট জোন স্যানিটাইজ করার কাজ শুরু করলেন দমকল বিভাগের কর্মীরা। পুরো এলাকা জীবাণু মুক্ত করতেই এই ব্যবস্থা করা হয়েছে বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দমকল বাহিনীর এক আধিকারিক বলেন,কনটেইনমেন্ট জোনে জীবাণুমুক্ত করার কাজ করছি আমরা। এদিন শেরপুরে জীবাণুমুক্ত করার কাজ করেছি। আগামীতে বাকিগুলোর কাজ করা হবে।