পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গ্রাহক সেবা কেন্দ্র থেকে প্রায় 4 লাখ টাকা লুট করে চম্পট দুষ্কৃতীদের

CSP-তে অনেক গ্রাহক টাকা তুলতে এসেছিলেন । তাঁদের মধ্য়ে বেশিরভাগই ছিলেন মহিলা । দুষ্কৃতীরা হামলা চালানোর সময় তাঁরা বাধা দিতে ব্যর্থ হন । পুলিশ তদন্ত শুরু করেছে ।

loot
টাকা লুট

By

Published : Apr 18, 2020, 1:04 PM IST

Updated : Apr 18, 2020, 5:06 PM IST

রায়গঞ্জ, 18 এপ্রিল: গ্রামীণ ব্যাঙ্কে হামলা চালিয়ে টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা । রায়গঞ্জে বাজিতপুর এলাকায় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের একটি গ্রাহক সেবা কেন্দ্রে ( CSP) হামলা চালিয়ে নগদ প্রায় চার লাখ টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীদের দল । গ্রাহক সেবা কেন্দ্রের তত্ত্বাবধায়ককে মারধর করা হয়েছে বলে অভিযোগ । খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । তদন্ত শুরু হয়েছে । তবে এখনও অধরা দুষ্কৃতীরা । জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে , রায়গঞ্জের বাজিতপুর এলাকায় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের CSPর তত্ত্বাবধায়ক কমল রায় । তাঁর বাড়িতে বেশ কয়েক বছর ধরেই চলছে অফিসটি । লকডাউন শুরু হওয়ার পর কমলবাবু বাড়ি থেকে সরিয়ে গ্রামের এক প্রান্তে একটি ফাঁকা মাঠে চালু করেছেন এই CSP । শুক্রবার বিকালে পাশের গ্রামের এক গ্রাহকের সঙ্গে তাঁর বচসা বাধে । আজ সকাল 9টা নাগাদ প্রায় নয়-দশজন যুবক গ্রাহক সেজে এসে কমল রায়ের উপর হামলা চালায় বলে অভিযোগ । CSP-র মেশিন ও নগদ চার লাখ টাকা নিয়ে চম্পট দেয় তারা । প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পাশের গ্রামের কয়েকজন যুবক এই কাজের সঙ্গে যুক্ত । পুলিশের দল সেই গ্রামটিতে তল্লাশি শুরু করেছে ।

কমলবাবু বলেন, "কোরোনা সংক্রমণ রুখতে সরকার ও স্বাস্থ্য বিভাগ সোশাল ডিসটেন্স মেনে চলতে ও খোলামেলা জায়গায় থাকার পরামর্শ দিচ্ছে । সেই পরামর্শ মেনেই আমি CSP বাড়ি থেকে সরিয়ে এলাকার একটি ফাঁকা মাঠের মধ্যে চালু করি । কারণ সেখানে গ্রাহকরা সোশাল ডিসটেন্স মেনে দাঁড়াতে পারবেন । পাশাপাশি, এলাকার এক প্রান্তে হওয়ায় আশপাশের এলাকার মানুষের সমাগম হলেও গ্রামের বাসিন্দাদের আপত্তি থাকবে না । এইভাবেই CSP অফিস চলছিল । গতকাল বিকালে এক গ্রাহক এক হাজার টাকা তোলেন । তাঁর অ্যাকাউন্টে আরও নয় হাজার টাকা ছিল । কেন তাঁকে সেই তথ্য জানানো হয়নি, তা নিয়ে তিনি ঝামেলা শুরু করেন । তখনকার মতো তা মিটে যায় । আজ সকালে আমি অন্যান্য দিনের মতোই মাঠে CSP অফিসের কাজ শুরু করি । গ্রাহকদের পেমেন্ট করার জন্য আমার কাছে নগদ পাঁচ লাখ টাকা ছিল । লাখখানেক টাকা পেমেন্ট করার পরেই লাইনে গ্রাহক সেজে দাঁড়িয়ে থাকা নয়-দশজন যুবক এগিয়ে এসে আমাকে মারধর শুরু করে । তখন লাইনে বেশিরভাগই মহিলা ছিলেন । তাঁরা বাধা দিতে গিয়ে ব্যর্থ হন । আমাকে মারধর করে আমার থেকে নগদ টাকার ব্যাগ ও মেশিন নিয়ে তারা পালায় । বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি । ছিনতাইকারীদের ফেলে যাওয়া খালি টাকার ব্যাগ পাওয়া গেছে । পুলিশ তদন্ত শুরু করেছে ।"

Last Updated : Apr 18, 2020, 5:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details