পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Holi Celebration Post Covid: এসেছে হোলি এসেছে...করোনাকাল পেরিয়ে রঙের উৎসবে বাড়তি উন্মাদনা - Colour of festival

করোনাকাল (Holi Celebration Post Covid) পেরিয়ে এ বারের রঙের উৎসবে বাড়তি উন্মাদনা ধরা পড়ছে ৷ রায়গঞ্জ শহরেও আজ দিনভর চলল শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ কেনাকাটা সেরে নিলেন শহরবাসী ৷

Holi Celebration Post Covid ETV Bharat
রঙের উৎসবে বাড়তি উন্মাদনা

By

Published : Mar 6, 2023, 6:41 PM IST

রঙের উৎসবে বাড়তি উন্মাদনা

রায়গঞ্জ, 6 মার্চ:হাতে গোনা আর মাত্র কয়েক ঘণ্টা (Holi 2023)। তারপরই রঙের উৎসবে (Holi Celebration Post Covid) মাতবে আপামর দেশবাসী । মঙ্গলবার দোল উৎসব । বিগত 3 বছর করোনার জন্য দোল উৎসব যেন ফিকে হয়ে গিয়েছিল । আতঙ্ক আর বিধিনিষেধের ঘেরাটোপে ঘরবন্দিই থেকেছে মানুষ ৷ তবে করোনাকালের শেষে ফের স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন । যার জেরে এ বার দোল উৎসব ঘিরে মানুষের উন্মাদনা বেড়ে গিয়েছে বহু গুণ । এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি (Festival of Colours)।

চারিদিকে আবির ও রঙের পসরা: বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি ধরা পড়ল রায়গঞ্জ শহরেও । শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে বসেছে আবির ও রঙের পসরা । রয়েছে নানা রঙের আবির, রং, পিচকিরি, মাস্ক, টুপি, পরচুলা, পোশাক আরও কত কী । চলতে ফিরতে আট থেকে আশি একবার অবশ্যই ঢুঁ মারছেন দোকানগুলিতে । প্রয়োজনমত কিনছেন জিনিসপত্র । এ বছরে আর কোনও বাধা নেই । তাই মন খুলে রঙের উৎসবে মেতেছে মানুষ ।

চলছে শেষ মুহূর্তের কেনাকাটা: একে অপরকে রাঙিয়ে দিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবেন সকলেই । রঙের উৎসবে মেতে উঠবেন সবাই । কয়েক দিন আগে থেকেই কেনাকাটা সেরে নিচ্ছেন রায়গঞ্জের মানুষজন । সব থেকে বেশি উৎসাহিত কচিকাঁচারা । দোকানে এসে এত হরেক রকম আইটেম দেখে চোখ ছানাবড়া সবার । চোখে মুখে উচ্ছ্বাস ধরা পড়েছে তাঁদের ।

আরও পড়ুন:দোলের দুপুরে ভাসুন ঠান্ডা আমেজে, ভরসা রাখুন এই পানীয়গুলিতে

এ বার বিক্রিবাটাও বেশ ভালো: ব্যবসায়ীদের দাবি, অন্যান্য বারের তুলনায় এ বছর বিক্রি বেড়েছে । বিগত 3 বছর করোনার জন্য ব্যবসা লাটে উঠেছিল । এ বছর তা পুষিয়ে যাবে বলে আশাবাদী বিক্রেতারা । সবমিলিয়ে এখন রং খেলার জন্য প্রতীক্ষার প্রহর গুনছে শহরবাসী ।

ABOUT THE AUTHOR

...view details