পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Child Body in Bag: অমানবিক ছবি ! অ্যাম্বুলেন্স না-পেয়ে মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে এলেন বাবা, ঘটনায় নিন্দার ঝড় - Child Death

অ্যাম্বুলেন্স না-পেয়ে মৃত শিশুকে ব্যাগে করে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে নিয়ে এলেন শিশুর বাবা। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

Child Death
মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে এলেন বাবা

By

Published : May 14, 2023, 8:05 PM IST

Updated : May 14, 2023, 9:30 PM IST

রায়গঞ্জ, 14 মে: আবারও অমানবিকতার সাক্ষী থাকলেন কালিয়াগঞ্জবাসী । অ্যাম্বুলেন্স না-পেয়ে মৃত শিশুকে ব্যাগে করে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে নিয়ে এলেন শিশুর বাবা। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

পরিবারসুত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা অসীম দেবশর্মার স্ত্রী যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। পাঁচ মাস পর দুই শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ে। গত রবিবার তাদের দু'জনকেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাদের রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাতেও ওই দুই শিশুর স্বাস্থ্যের উন্নতি হয় না ৷ বরং আরও খারাপ হতে থাকে ৷ এই পরিস্থিতিতে দুই শিশু সন্তানকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বুধবার তাদের শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার একটি শিশুর অবস্থার উন্নতি হওয়ায় তাকে মেডিক্যাল কলেজ থেকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার শিশুর মা তাকে নিয়ে কালিয়াগঞ্জে চলে আসেন । বাবা অসীম দেবশর্মা অসুস্থ আর এক ছেলেকে নিয়ে থেকে যান হাসপাতালেই। শনিবার রাতে সেই শিশু সন্তানের মৃত্যু হয়। এরপরেই অভিযোগ, অসীমবাবু শিশু সন্তানকে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করতে চাইলে চালক আট হাজার টাকা দাবি করেন। দিন মজুর অসীমবাবু চিকিৎসা বাবদ 16 হাজার খরচ হয়েছে। ফলে সর্বস্বান্ত হয়ে পড়েছিলেন তিনি ৷

তার পরেও অসীমবাবুর পক্ষে আর টাকা জোগাড় করা সম্ভবপর ছিল না ৷ উপায় না-দেখে, রবিবার ভোর পাঁচটায় শিশুকে ব্যাগে ভরে মেডিক্যাল কলেজ থেকে রওনা দেন তিনি। মৃতদেহ ব্যাগের মধ্যে রেখেই বাসে করে শিলিগুড়ি থেকে রায়গঞ্জে আসেন । একটি বেসরকারি বাসে কালিয়াগঞ্জে পৌঁছন। সেখানে এসেই তিনি পুরো বিষয়টা সকলকে জানান ৷ তারপরেই কালিয়াগঞ্জ বিজেপির পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন। তাতে করেই সন্তানের দেহ নিয়ে কালিয়াগঞ্জ থেকে ডাঙ্গিপাড়ার বাড়ি পর্যন্ত যান অসীম বাবু ৷

আরও পড়ুন:সিআইডিও সুবিচার দিতে অপারগ, এখনও ন্যায়ের পথ চেয়ে গত পঞ্চায়েতে মৃত ভোটকর্মীর স্ত্রী

এই ঘটনা সামনে আসতেই, তীব্র নিন্দা করেছেন বিজেপির গৌরাঙ্গ দাস ৷ তিনি অভিযোগ করে বলেন, "গরিব মানুষের কাছে টাকা না-থাকলে এই হাল হবে । সরকার কি কাজ করছে ?"

Last Updated : May 14, 2023, 9:30 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details