রায়গঞ্জ, 14 মে: আবারও অমানবিকতার সাক্ষী থাকলেন কালিয়াগঞ্জবাসী । অ্যাম্বুলেন্স না-পেয়ে মৃত শিশুকে ব্যাগে করে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে নিয়ে এলেন শিশুর বাবা। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
পরিবারসুত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা অসীম দেবশর্মার স্ত্রী যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। পাঁচ মাস পর দুই শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ে। গত রবিবার তাদের দু'জনকেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাদের রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাতেও ওই দুই শিশুর স্বাস্থ্যের উন্নতি হয় না ৷ বরং আরও খারাপ হতে থাকে ৷ এই পরিস্থিতিতে দুই শিশু সন্তানকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বুধবার তাদের শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার একটি শিশুর অবস্থার উন্নতি হওয়ায় তাকে মেডিক্যাল কলেজ থেকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার শিশুর মা তাকে নিয়ে কালিয়াগঞ্জে চলে আসেন । বাবা অসীম দেবশর্মা অসুস্থ আর এক ছেলেকে নিয়ে থেকে যান হাসপাতালেই। শনিবার রাতে সেই শিশু সন্তানের মৃত্যু হয়। এরপরেই অভিযোগ, অসীমবাবু শিশু সন্তানকে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করতে চাইলে চালক আট হাজার টাকা দাবি করেন। দিন মজুর অসীমবাবু চিকিৎসা বাবদ 16 হাজার খরচ হয়েছে। ফলে সর্বস্বান্ত হয়ে পড়েছিলেন তিনি ৷