রায়গঞ্জ, 20 ফেব্রুয়ারি:অবশেষে হদিশ মিলল নবান্নের সামনে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করা যুবকের। তাঁর বাড়ি রায়গঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডে। যুবকের নাম রাজীব মজুমদার। তিনি বিশেষভাবে সক্ষম। জানা গিয়েছে, রাজীব বিশেষভাবে সক্ষম হলেও ছোটবেলা থেকেই মেধাবি ছাত্র হিসেবে পরিচিতি ছিলেন। তাই তাঁর ইচ্ছে একটা সরকারি চাকরির।
জানা গিয়েছে, 2010 সালে বামফ্রন্ট সরকারের আমলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে গিয়েছিলেন রাজীব ৷ তাঁর কাছে তিনি সরকারি চাকরির আবেদন করেছিলেন। তবে সরকারি চাকরি পাননি তিনি ৷ তারপর রাজ্যে পালাবদল ঘটে ৷ সরকারে আসে তৃণমূল ৷ পালাবাদলের পরও হাল ছাড়েননি রাজীব। সরকারি চাকরির আশায় তিনি নবান্নে যান ৷ সেখানে গিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) কাছে কম করে ছয় থেকে সাতবার লিখিত আবেদন করেছিলেন বলে জানা গিয়েছে । সেখানেই থেমে থাকেননি রাজীব । মমতার কালীঘাটের বাড়িতে গিয়েও তাঁর চাকরির জন্য লিখিত আবেদন করেছিলেন তিনি। রাজীবের আশা ছিল রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তাঁর চাকরির ব্যবস্থা করে দেবেন ।
বাড়িতে রাজীবের বৃদ্ধা মা রয়েছেন । বয়স আনুমানিক 54 বছর । মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন । যে কোনদিন মুখ্যমন্ত্রী তাঁকে চাকরি জন্য ডেকে নিতে পারেন । রাজীব সেই আশায় কলকাতায় বেসরকারি সংস্থায় পার্সেল সরবরাহের কাজ করতেন । দীর্ঘ কয়েকবছর এই কাজ করার পরও চাকরির জন্য ডাক না-পাওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি ৷ এরপর কাজ ছেড়ে রায়গঞ্জে চলে আসেন রাজীব ।