রায়গঞ্জ, 11 জুন:বিদেশি বহুমূল্যবান আম ফলিয়ে সাফল্যের শিখরে রায়গঞ্জের এক আমচাষি । তার নার্সারি ঘিরে কৌতূহল বাড়ছে আমজনতার মনে । বাড়িতে এই সমস্ত বিদেশি আম ফলাতে অনেকেই চারা গাছ কিনছেন দয়াল সরকারের কাছ থেকে ৷ আর যারা কিনছেন না তাঁরা উঁকি-ঝুঁকি মেরেই চোখ জুড়োচ্ছেন । আর যারা পাশেই থাকেন তাঁরা বিদেশি আমের ঘ্রাণে মন ভরাচ্ছেন ৷ ঘ্রাণের অর্ধেক ভোজন বোধহয় একেই বলে ৷
আম বললেই মনে আসে মালদার বিখ্যাত সব আমের কথা ৷ কিন্তু রাজকীয় এই ফলের চাষে পিছিয়ে নেই উত্তর দিনাজপুর ৷ এতদিন পর্যন্ত রাজ্যে ল্যাংড়া, হিমসাগর, ফজলি, গোপালভোগ-সহ একাধিক আম দেখা যেত ৷ তবে এখন বিদেশি আমেরও চাষ হচ্ছে রায়গঞ্জে ৷ শুনতে অবাক লাগলেও এই অসম্ভব সত্যিকেই বাস্তবায়িত করেছেন দয়াল সরকার ৷ তাঁর বাগানেই দেখা যাচ্ছে এই সমস্ত বিদেশি আম ৷ তাঁর নার্সারিতেই ফলছে থাইল্যান্ডের পালমার, দক্ষিণ ফ্লোরিডার নামডকমাই, জাপানিজ মিয়াজাকি, কাটিমন ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গোর মত বিদেশী আমের গাছ। শুধু গাছ নয় ফলও বেশ ভালোই হয়েছে। দয়াল বাবু জানান, বছর তিনেক হল বিদেশি আম ফলিয়ে সফলতা অর্জন করেছেন দয়াল বাবু । শুনলে অবাক হবেন এই আমগুলির আকাশ ছোঁয়া মূল্য।