রায়গঞ্জ, 4 মার্চ : বিজেপি নেতা তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে টাকা নয়ছয় ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃত বিজেপি নেতাকে সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রায়গঞ্জ আদালত (Ex-Panchayet Pradhan of Rampur Arrested for Corruption Charges) ৷ এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 6 নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতে ৷ বিজেপির প্রাক্তন প্রধান অমল সরকার এবং তাঁর সঙ্গে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের সচিব প্রশান্ত থোকদারকেও সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷
জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতের সচিব প্রশান্ত থোকদার ও রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অমল সরকার পুলিশের কাছে আত্মসমর্পণ করে ৷ এদিন তাঁদের দু’জনকে রায়গঞ্জ জেলা আদালতের সিজিএম কোর্টে তোলা হয় ৷ বিচারক তাদের 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ অভিযোগ, তারা দু’জন মিলে গ্রাম পঞ্চায়েতের 12 লক্ষ টাকা আত্মসাৎ করেছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে তারা নিজেরাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল ৷