পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোনকে ইভটিজ়িংয়ের প্রতিবাদ, যুবক সহ পরিবারের সদস্যদের মারধর - eveteasing case in Raigunj

ইভটিজ়িংয়ের প্রতিবাদে করায় এক যুবক ও তার পরিবারের সদস্যদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে । রায়গঞ্জের করণদিঘির ঘটনা ৷

ফাইল ফোটো

By

Published : Aug 10, 2019, 7:11 PM IST

রায়গঞ্জ, ১০ অগাস্ট : বোনকে ইভটিজ়িং করছিল কয়েকজন যুবক ৷ প্রতিবাদ করায় এক যুবক ও তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল ৷ গুরুতর জখম অবস্থায় তিনজনকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে ভরতি করা হয়েছে । রায়গঞ্জের করণদিঘির ঘটনা ৷

অভিযোগ, গত কয়েক মাস ধরে ওই যুবতিকে উত্যক্ত করছিল তিন যুবক ৷ গতকাল বিকেলে সে ও তার ভাবি বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিল ৷ সেই সময় ওই তিন যুবক মোটরবাইকে চেপে তাদের বাড়ির সামনে গিয়ে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করে ৷ এর প্রতিবাদ করে তার দাদা ৷ চিৎকার শুনে সেখানে যান আশপাশের বাসিন্দারা ৷ তাঁরা ওই তিন যুবককে সেখান থেকে তাড়িয়ে দেন ৷ কিছুক্ষণ পর ওই তিন যুবক কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে এসে ওই যুবতির দাদার উপর চড়াও হয় ৷ বাধা দেওয়ায় ওই যুবতি ও তার পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি তাদের বাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ ৷

ঘটনার পর ওই তিন যুবকের বিরুদ্ধে করণদিঘি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবতির পরিবারের সদস্যরা ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details