রায়গঞ্জ , 28 মে : ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলল না টিকার কুপন ৷ তাই ক্ষোভ ফেটে পড়লেন চোপড়া ব্লকের বাসিন্দারা । ঘটনাটি দলুয়া স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ৷
সেখানে বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে টিকাকরণ প্রক্রিয়া ৷ স্থানীয়দের অভিযোগ, চোপড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের গাফিলতি ও উদাসীনতাই গোটা ঘটনার জন্য দায়ী ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফের শুরু হয় টিকাকরণ প্রক্রিয়া ৷
যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন দায়িত্বপ্রাপ্ত এক স্বাস্থ্য়কর্মী ৷ তিনি বলেন, "কেউ রাত থেকে দাঁড়াতে পারেন, কেউ দিন থেকে ৷ কিন্তু একজন ছেলে ও একজন মেয়ে করে মোট 250 জনকেই প্রত্যেকদিন টিকা দেওয়া হবে ৷ "