পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাগলের জমির ধান খাওয়া নিয়ে বিবাদের জেরে খুন ব্যক্তি

জমির ধান ছাগলে খাওয়া নিয়ে বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই ৷ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর এলাকার ঘটনা । ঘটনার পর থেকে পলাতক দাদা ৷

raigunj
ছাগল জমির ধানের খাওয়াকে কেন্দ্র করে হেমতাবাদে দাদার হাতে ভাই খুন

By

Published : Aug 7, 2020, 8:21 AM IST

রায়গঞ্জ, 7 অগাস্ট : জমি নিয়ে বিবাদের জেরে কাকাতো দাদার হাতে খুন ভাই । মৃতের নাম ভরকুদ্দিন মহম্মদ (55) । উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর এলাকার ঘটনা । ঘটনার পর থেকে পলাতক দাদা নজরুল । অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ ।

হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রামপঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা নজরুল ও ভরকুদ্দিন মহম্মদের একই জায়গায় ধানের জমি রয়েছে। সেই ধানের জমিতে ভরকুদ্দিনের ছাগল ধানের রোওয়া খেয়ে ফেলে বলে অভিযোগ তোলে তাঁরই কাকাতো ভাই নজরুল । স্থানীয় বাসিন্দা মহম্মদ আমিরুদ্দিন জানায়, "ছাগলের ধান গাছ খাওয়া নিয়ে দুই ভাইয়ের বিবাদ চলছিল ৷ আচমকাই নজরুল ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ভাই ভরকুদ্দিন মহম্মদকে। ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন ভরকুদ্দিন । স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত দাদা নজরুল ।''

কাকাতো দাদার হাতে ভাইয়ের খুন হওয়ার ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়ায় । ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details