রায়গঞ্জ, 11 অক্টোবর:পারিবারিক বিবাদের জেরে চলল গুলি ৷ দাদার ছোড়া গুলিতে মৃত্যু ছোট ভাই মহম্মদ নিজামুদ্দিনের (26) ৷ মঙ্গলবার রায়গঞ্জের করনদিঘী থানার দোমহনা গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গোপালপুর গ্রামের ঘটনা । ঘটনার পর থেকে পলাতক দাদা মহম্মদ কলিমুদ্দিন ৷ অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
পরিবারসূত্রে জানা গিয়েছে, মহম্মদ নিজামুদ্দিন তাঁর বাড়ির সীমানা পার করে দাদা মহম্মদ কলিমুদ্দিনের জায়গা দখলের চেষ্টা করছিল । তা নিয়েই দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলচিল । সেই বিবাদ এদিন চরম আকার ধারণ করে । মঙ্গলবার সন্ধ্যায় ভাই নিজামুদ্দিন দাদাকে বাড়ির সীমানার বিষয় নিয়ে বলতে কথা বলতে যান ৷ প্রথম দিকে সব কিছু ঠিক থাকলেও পরে দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় ৷ যা দুই ভাইয়ের মধ্যে অশান্তির সৃষ্টি করে ৷ সেই বিবাদ বড় আকার ধারণ করে । মহম্মদ কলিমুদ্দিন একজন সিভিক ভলেন্টিয়ার ৷
অভিযোগ, হঠাৎই দাদা কলিমুদ্দিন ভাই নিজামুদ্দিনকে গুলি করে পালিয়ে যায় । গুলিবিদ্ধ অবস্থায় নিজামুদ্দিনকে উদ্ধার করে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন তাঁকে । সেখানে এলেও শেষ রক্ষা হয়নি ৷ প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।