রায়গঞ্জ, 3 মে:সাড়ে 13 ঘণ্টা অতিক্রান্ত হতে চললেও এখনও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি থেকে বেরোয়নি ইডি এবং আয়কর দফতরের আধিকারিকরা ৷ বুধবার সকালেই বিশাল কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বিধায়কের বাড়িতে ঢোকে কেন্দ্রীয় এজেন্সির প্রতিনিধিরা ৷ শুরু হয় তল্লাশি অভিযান। সেই তল্লাশি অবশ্য সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও শেষ হয়নি ৷
অন্যদিকে, বিধায়কের বাড়িতে টানা কেন্দ্রীয় এজেন্সির এই তল্লাশি অভিযানে উদ্বিগ্ন তাঁর অনুগামীরা। তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীরা বিধায়কের বাড়ির সামনে রীতিমতো ভিড় জমিয়েছে। বিধায়কের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়াবাজার তল্লাশির কাজে শেষ হয়েছে ৷ আর তারপরই দেখা গেল সেখান থেকে এজেন্সির আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিধায়কের বাড়ির সামনে এসে হাজির হয়েছে ৷ সেই সঙ্গে, বিধায়কের বাড়ির সামনে জনতার ভিড় অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ রাত বাড়তে বাড়ির সামনে থেকে ভিড় সরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, বুধবার সকাল আটটা নাগাদ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বাড়িতে ইডি ও আয়কর দফতরের আধিকারিকরা যৌথভাবে হানা দেয়। প্রায় 12 ঘণ্টার বেশি তল্লশি অভিযানে আতঙ্কিত তৃণমূলের জেলা নেতৃত্ব ৷ কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর, কৃষ্ণ কল্যাণীর বাড়িতে তল্লাশির পাশাপাশি বিধায়ককে দফায় দফায় অফিসারেরা জিজ্ঞাসাবাদ করছেন ৷ সেই সঙ্গে জানা গিয়েছে, জানা ইডি ও আয়কর দফতরের আধিকারিকেরা কৃষ্ণ কল্যাণীর বাড়িতে এদিন ঢোকার সঙ্গে সঙ্গেই বিধায়ক-সহ তাঁর পরিবারের সদস্যদের মোবাইলগুলি হেফাজতে নিয়ে নেন আধিকারিকরা। কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আসার প্রায় সঙ্গেই তাঁর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতেও হানা দেয় ইডি আধিকারিকরা।