রায়গঞ্জ, 8 জুন : পরিবার পরিজন নিয়ে প্রায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন উত্তর দিনাজপুর জেলার লোকসংগীত শিল্পীরা। প্রায় দেড় বছর ধরে সরকারি-বেসরকারি সমস্ত অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় প্রায় অর্ধাহারে দিন যাপন করছেন শিল্পী ও তাঁদের সঙ্গতেরা। অনেকে বেছে নিয়েছেন আত্মহত্যার পথও। বেশকিছু শিল্পী রাজ্য সরকারের মাসিক এক হাজার টাকা করে ভাতা পান । তাঁদের দাবি, ওই ভাতা দিয়ে সংসার চলে না। রাজ্যের সরকার তাঁদের ভাতা একটু বাড়িয়ে দিক ।
২০২০ সালের জানুয়ারি মাস থেকে থেকে পৃথিবীজুড়ে করোনার সংক্রমণ ছড়ায় । করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে শুরু হয় লকডাউন। বন্ধ হয়ে যায় সমস্ত ধর্মীয় উৎসব সহ নানা সরকারি-বেসরকারি সব অনুষ্ঠান। কাজ হারান উত্তর দিনাজপুর জেলার প্রায় 13-14 হাজার লোকশিল্পী সহ উত্তরবঙ্গের প্রায় 30 হাজার শিল্পী ও তাঁদের সঙ্গতেরা ।
সরকারি-বেসরকারি নানা অনুষ্ঠানে তাঁদের সংগীত পরিবেশন করে যে রোজগার হত তা দিয়েই চলত তাঁদের সংসার । শিল্পীরা ভেবেছিলেন 2020 সাল বিদায় নিতেই খুলে যাবে তাঁদের জীবিকার পথ। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই আবারও জারি হয়েছে কড়া বিধিনিষেধ , আবারও দাড়ি পড়েছে উৎসব-অনুষ্ঠানে ।