পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গণেশ নয়, রায়গঞ্জের এই পুজোয় কার্তিকের পাশে থাকে কলাবউ - কার্তিকের পাশে থাকে কলাবউ

রায়গঞ্জের নিশীথ সরণির রায়চৌধুরি বাড়ির দুর্গাপুজো ঘিরে রয়েছে নানা গল্প ৷ প্রতিমার হাতে থাকত সিপাহি বিদ্রোহে সেনাদের ব্যবহৃত খড়্গও ৷ তবে দেশভাগের পর তা আনতে না পারায় এখন রুপোর খড়্গ ব্যবহার করা হয় ৷

রায়চৌধুরি বাড়ির পুজো

By

Published : Oct 2, 2019, 8:56 PM IST

Updated : Oct 3, 2019, 12:33 AM IST

রায়গঞ্জ : সিপাহি বিদ্রোহের সেনাদের ব্যবহৃত খড়্গ থাকত দেবী দুর্গার হাতে ৷ তবে দেশভাগের পর সেই খড়্গ এদেশে নিয়ে আসা যায়নি ৷ রায়গঞ্জের নিশীথ সরণির রায়চৌধুরি বাড়ির দুর্গা পুজো এমনই অনেক ইতিহাসের সাক্ষী ৷

1857 সালে তৎকালীন ব্রিটিশ শাসনে ঘনশ্যাম কুণ্ডু বাংলাদেশের হরিপুরে এই পুজোর শুরু করেন ৷ ঘনশ্যাম কুণ্ডু রায়চৌধুরি উপাধি পাওয়ার পর থেকে এই পুজো রায়চৌধুরি বাড়ির পুজো নামেই পরিচিত ৷

1947 সালে ভারত স্বাধীন হলে রায়চৌধুরি পরিবার এদেশে চলে আসে ৷ সেসময় নগেন্দ্রবিহারী রায়চৌধুরি বাংলার রায়গঞ্জ শহরে পুজোর ধারাবাহিকতা বজায় রেখে পুজো করেন ৷ তবে নিয়ে আসতে পারেননি সিপাহি বিদ্রোহের সময় ব্যবহৃত খড়্গ ৷ তাই মায়ের জন্য রুপোর একটি খড়্গ বানিয়ে নেন তাঁরা ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

রায়চৌধুরি পরিবারের বর্তমান বংশধর শিবশংকর রায়চৌধুরি বলেন, "খুবই নিষ্ঠার সঙ্গে এই পুজো করা হয় ৷ একচালার প্রতিমায় জমিদারি প্রথা মেনে এই পুজো হয় ৷ আগে পশুবলি প্রথা থাকলেও এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এখানে কলাবউ গণেশের পাশে নয়, কার্তিকের পাশে থাকে ৷ পুজোর ভোগে নুন ও হলুদ দেওয়া হয় না ৷"

পরিবারের অধিকাংশ সদস্য কর্মসূত্রে বাইরে থাকলেও পুজোর ক'টা দিন একসঙ্গে এক জায়গায় হয়ে অংশ নেন পারিবারিক দুর্গোৎসবে ৷

Last Updated : Oct 3, 2019, 12:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details