রায়গঞ্জ, 14 এপ্রিল : প্রতিবছর নববর্ষের খাতা ও গাড়ি পুজো দিতে ভিড় জমে উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার মোটর কালীবাড়িতে । সকাল থেকেই চলে পুজো । সন্ধে গড়ালেও ভিড় থাকে চোখে পড়ার মতো । শুধু এলাকা থেকেই নয়, উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে পুজো দিতে আসেন । কিন্তু আদ সকাল থেকেই কালীবাড়ির চিত্রটা অন্যান্য জায়গার মতোই একদম আলাদা । নেই গাড়ি বা বাইকের ভিড় । নেই লাইন বা মাইকে কাঁসর, ঘণ্টার আওয়াজ । বাইরে তালা ঝুলছে মোটর কালীবাড়ির । যে একজন , দু'জন লকডাউন অমান্য করেই আসছেন, তাঁরা হতাশ হয়েই ফিরছেন ।
নববর্ষে তালাবন্ধ রায়গঞ্জের মোটর কালীবাড়ি
নেই লাইন বা মাইকে কাঁসর, ঘণ্টার আওয়াজ । নববর্ষে তালা বন্ধ রায়গঞ্জের মোটর কালীবাড়ি ।
ব্যবসায় উন্নতির জন্য প্রতিবছরই পয়লা বৈশাখে মোটর কালীমন্দিরে পুজো দিয়ে নিজেদের কাজ শুরু করেন এলাকার ব্যবসায়ীরা । এই দিন এখানে গাড়ি বা বাইক পুজো দিতেও আসেন অনেকে । কিন্তু এবার সবই বন্ধ । মানুষ আসতে পারে এমনটা আঁচ করে আগে থেকেই মন্দিরের মূল দরজায় তালা ঝুলিয়েছে মন্দির কর্তৃপক্ষ । তবুও যাঁরা এসেছেন তাঁদের ফিরে যেতে হয়েছে । এবিষয়ে স্থানীয়রা বলছেন, আগে কোরোনামুক্ত হোক দেশ । মন্দির বন্ধ থাকলেও কিছু করার নেই । মানুষকে বাঁচাতেই তো এত পদক্ষেপ ।
এবিষয়ে রায়গঞ্জের ব্যবসায়ীরা বলছেন, কোনওমতে পুজো দেওয়া হয়েছে । কোনও মন্দিরেই যাওয়া সম্ভব হয়নি । কোরোনা যুদ্ধে জয়ী হোক সকলে । আক্ষেপ রয়েছে । ব্যবসায় ক্ষতিও অনেক হচ্ছে । কিন্তু লকডাউনের জেরে মানুষ বাঁচবে ।