রায়গঞ্জ,13 মে: কোরোনা আতঙ্ক নাকি চরিত্র বদলাচ্ছে চোরদের ! এমনই মত রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকার বাসিন্দাদের ৷ অনুমানিক চার-পাঁচ দিন আগে পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্য থেকে সাইকেল চেপে ফিরছিলেন নিজের বাড়িতে ৷ রায়গঞ্জের পুলিশ সন্দেহ হতেই তাঁদের আটকে জিজ্ঞাসাবাদ করেন এবং স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যান রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৷ আর সাইকেলটা পড়ে থাকা শিলিগুড়ি মোড়ে যেখানে ওদের আটকানো হয়েছিল ৷ তবে, আর্শ্চযের বিষয় , সাইকেলটি চারদিন পরেও যথাস্থানেই রয়েছে ৷ কোনও দুষ্কৃতীর নজর পড়েনি ওতে ৷ বিষয়টি নিয়ে নানা ধরনের কৌতুক ছড়িয়েছে এলাকায় ।
রায়গঞ্জ শহরের ব্যস্ততম এলাকায় শিলিগুড়ি মোড় মূলত জাতীয় সড়ক সংলগ্ন। এলাকায় প্রচুর মানুষের বাস। তবে এই এলাকায় চুরি হত প্রায়ই। মাঝেমধ্যেই এলাকাবাসীদের এই নিয়ে অভিযোগ করতেও দেখা যায় । রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় থেকে মাঝেমধ্যেই জিনিসপত্র সাইকেল হারিয়ে যাওয়ার অভিযোগ উঠে । সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন খোলা আকাশের নিচে একটি সাইকেল পড়ে থাকলেও সে দিকে ঘুরেও তাকাচ্ছে না ছিঁচকে চোরেরা। আর এই থেকেই স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসীর ধারণা হয় যে কোরোনা আতঙ্কের জেরে ছিঁচকে চোর সাইকেল বা অন্য কোনও জিনিস চুরি করতেও ভয় পাচ্ছে।