রায়গঞ্জ, ২২ অগস্ট :তালিবানরা (Taliban) কাবুল (Kabul) দখল করার পর থেকেই থমকে গিয়েছে আফগানিস্তান (Afghanistan) থেকে ড্রাই ফ্রুটস (Dry Fruits) আমদানি । কারণ ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে তালিবানরা ৷ এর জেরেই ভারতের বাজারে অগ্নিমূল্য হয়ে উঠেছে আখরোট, খেজুর, কাঠবাদাম, কাজু, কিসমিস ও পোস্ত (Poppy Seeds)। এগুলি কেনাবেচায় নাভিশ্বাস উঠেছে রায়গঞ্জ-সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বাজারের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ।
আফগানিস্তান থেকে ঝুলিতে করে আখরোট-বাদাম নিয়ে আসতেন কাবুলিওয়ালারা ৷ কাবুল-সহ আফগানিস্তানের বিভিন্ন অংশ থেকে ভারতে আমদানি করা হয় আখরোট, কাঠবাদাম, খেজুর, কাজু, কিসমিস-সহ বিভিন্ন ড্রাই ফ্রুটস ৷ আসে বাঙালির অত্যন্ত প্রিয় মশলা পোস্তও । কিন্তু তালিবানরা কাবুল-সহ প্রায় গোটা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সে দেশের আমদানি ও রফতানি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ তার জেরেই প্রতিদিনই অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি ঘটে চলেছে বিভিন্ন ড্রাই ফ্রুটস ও পোস্তর । সারা দেশের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বাজারে দাম বেড়েছে ড্রাই ফ্রুটসের । অত্যধিক দাম বৃদ্ধি হওয়ায় একদিকে বিক্রি কমে গিয়েছে ৷ আবার বাজারে অনেক সময় এ সবের দেখাই মিলছে না ৷
আরও পড়ুন:Afghanistan: দেশ ছাড়তে হুড়োহুড়ি দেখে তালিবানের গুলি, কাবুল বিমানবন্দরে পদপিষ্ট হয়ে মৃত 7