পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হারবাল স্যানিটাইজ়ার কী কার্যকরী ? - raiganj

কোরোনা ঠেকাতে যে স্যানিটাইজ়ার ব্যবহার করতে হবে ৷ তাতে অ্যালকোহলের পরিমাণ হতে হবে 60 থেকে 70 শতাংশ কিংবা তার বেশি ৷ চলবে না হারবাল স্যানিটাইজ়ার ৷ বললেন চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য ৷

doctor-siad-sanitizer-wil-be-effective-if-it-contains-60-70-percent-alocohol
60-70 % অ্যালকোহল থাকলে তবেই তা কার্যকরী স্যানিটাইজ়ার ; চিকিৎসক

By

Published : Jul 21, 2020, 6:18 PM IST

Updated : Jul 24, 2020, 3:04 PM IST

রায়গঞ্জ, 20 জুলাই : কোরোনা সংক্রমণ ঠেকাতে স্যানিটাইজ়ার ব্যবহার প্রয়োজন ৷ তবে, তাতে অ্যালকোহলের পরিমাণ হতে হবে 60 থেকে 70 শতাংশ কিংবা তার বেশি ৷ তার কম হলে সেই স্যানিটাইজ়ার ব্যবহার করা উচিত নয় ৷ এমনটাই পরামর্শ দিলেন রায়গঞ্জের চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য ।

দেশব্যাপী লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ কয়েকটি জায়গায় গোষ্ঠী সংক্রমণও শুরু হয়েছে বলে সম্ভাবনা ৷ এই কোরোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক পড়া, স্যানিটাইজ়ার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকারিভাবে নির্দেশ জারি হয়েছে । এরপরই মানুষ স্যানিটাইজ়ারের গুণাগুণ বিচার না করেই ব্যবহার করতে শুরু করেছে । নিয়ম না মেনেই ব্যবহার শুরু করেছেন স্যানিটাইজ়ার ৷ মার্চ মাসে কোরোনা সংক্রমণ ছড়ানোর সময় প্রথমে স্যানিটাইজ়ারের আকাল দেখা দিলেও এখন একাধিক কম্পানি স্যানিটাইজ়ার প্রস্তুত করে বাজারে ছেড়েছে । লাগাতার লকডাউনের জন্য মানুষের উপার্জন প্রায় নেই ৷ মানুষের ক্রয় ক্ষমতা একেবারেই তলানীতে । কিন্তু, জীবন বাঁচাতে মাস্ক ও স্যানিটাইজ়ার ব্যবহার করতেই হচ্ছে । তাই ছোট বড় বহু ব্যবসায়ী স্যানিটাইজ়ার, মাস্ক বিক্রি করে সংসার চালাচ্ছেন । চায়ের দোকান থেকে শুরু করে সমস্ত দোকানেই মাস্ক এবং স্যানিটাইজ়ার রাখছেন । কারণ , মাস্ক ও স্যানিটাইজ়ার এখন মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে গেছে ৷ প্রতিদিন প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে মাস্ক ও স্যানিটাইজ়ার । লকডাউন পিরিয়ডে মাস্ক ও স্যানিটাইজ়ার বিক্রি করে ব্যবসায়ীরা কোনও ক্রমে দিন গুজরান করছেন । ক্রেতাদের দাবি কোরোনা সংক্রমণের আগে এই স্যানিটাইজ়ার তেমন ব্যবহার হত না । এখন প্রতিনিয়ত স্যানিটাইজ়ার ব্যবহার করতে হচ্ছে । দোকানে অনেক কম্পানির স্যানিটাইজ়ার বিক্রি হচ্ছে । সেখান থেকে একটি কম্পানির স্যানিটাইজার পছন্দ করে ব্যবহার করছেন মানুষ । তার গুণাগুণ সম্পর্কে অতটা হলেও ওয়াকিবহাল নয় কেউই ।

60-70 % অ্যালকোহল থাকলে তবেই তা কার্যকরী স্যানিটাইজ়ার ; চিকিৎসক

এবিষয়ে চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য বলেন, "স্যানিটাইজ়ারের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মগুলি জানা দরকার ৷ প্রথম, কোনও হারবাল কিংবা হারবার কম্পানির তৈরি স্যানিটাইজ়ার ব্যবহার করা যাবে না ৷ স্যানিটাইজ়ারের বোতলের গায়ে 60 থেকে 70 শতাংশ অ্যালকোহল আছে লেখা থাকলে সেই স্যানিটাইজ়ার ব্যবহার করা যেতে পারে । সুগন্ধি করার জন্য তাতে কিছু মেশানোর দরকার নেই ৷ 60 - 70 অ্যালকোহলযুক্ত স্যানিটাইজ়ার লাগালে হাতে কোনও সমস্যা হওয়ার কথা নয় ৷ তবে, বারবার স্যানিটাইজ়ার ব্যবহার করা উচিত নয় ৷ কারণ , অ্যালকোহলও বেশি ব্যবহার করলে তা কিছু ক্ষেত্রে ক্ষতিকারক ৷ "

অন্যদিকে, আয়ুর্বেদিক চিকিৎসক A K দাস বলেন, "অ্যালকোহল 70 % হলেই হবে ৷ তাতে অ্যালোভেরা, নিম যেটিই ব্যবহার করা হোক না কেন ৷ নিম, হলুদ, অ্যালোভেরা এগুলি অ্যান্টি ব্যাকটেরিয়া ও জীবানুনাশক বলে প্রমাণিত ৷ তবে 70 শতাংশ অ্যালকোহলের নিয়ম মানা হচ্ছে কি না , তা দেখতে হবে ৷ আয়ুর্বেদের জিনিস দিয়েও অ্যালকোহল তৈরি করা যেতে পারে ৷"

দা ওয়েস্ট বেঙ্গল ইনন্সিটিউট অফ হেলথ সায়েন্সের অফিসার ইন-চার্জ প্রদ্যুৎ বিকাশ কর মহাপাত্র বলেন, " হলুদ, নিম, অ্যালোভেরা এগুলি জীবাণুনাশক ৷ তাতে অ্যালকোহল তো থাকতেই হবে ৷ এতে স্যানিটাইজ়ারের গুণমান বাড়াচ্ছে ৷ নিম, হলুদের এক্সট্র্যাক্ট থাকায় স্যানিটাইজ়ার জীবাণুনাশক হিসেবে কাজ করছে ৷ পাশাপাশি ত্বকের ও সুরক্ষা দেয় ৷ অ্যালকোহলের ক্ষতিকর প্রভাবকেও কমায় ৷ "

Last Updated : Jul 24, 2020, 3:04 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details