রায়গঞ্জ, 16 জুন : রাজ্যেজুড়ে চিকিৎসকরা যখন নিজেদের দাবি পূরণের জন্য কর্মবিরতিতে অনড় তখন দুই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দিলেন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসক । নাম নীলাঞ্জন মুখার্জি । তবে, তিনি আন্দোলনকারী চিকিৎসকদের পাশেও আছেন । জানিয়েছেন, চিকিৎসকদের দাবি ফেলনার নয় ।
বৃহস্পতিবার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হয় বিহারের কাটিহার জেলার আনাদপুর থানার বেলুয়া গ্রামের বাসিন্দা মহম্মদ আরজ়ুর পাঁচ বছরের ছেলে মহম্মদ জিসান ও দুই বছরেরে কন্যা আরজ়ান ঋতু । তারা দু'জনেই থ্যালাসেমিয়া আক্রান্ত । শনিবার রাউন্ডে যান শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ নীলাঞ্জন মুখার্জি । চেক আপের পর তিনি জানতে পারেন শিশু দুটির শারীরিক অবস্থা ভালো নয় । তৎক্ষনাৎ রক্ত দেওয়া প্রয়োজন । দুই শিশুর রক্তের গ্রুপ A+ । কাকতালীয়ভাবে ওই চিকিৎসকের রক্তের গ্রুপও এক । তাই দেরি না করে শিশু দুটিকে রক্ত দেন তিনি । চিকিৎসকের এই পদক্ষেপে খুশি শিশুদের পরিবার ।